Hare to Whatsapp
ঘুষের টাকা চাইতে এক ব্যক্তি বদলি
By Our Correspondent
আগরতলা, ডিসেম্বর ২৮, : আগরতলা, ডিসেম্বর ২৮, ২০১৯: উত্তর জেলার কাঞ্চনপুর মহাকুমার মহকুমা শাসকের কার্যালয়ে বিগত ২০১৮ ও ২০১৯ বিধানসভা ও লোকসভা ভোটের জেরক্স এর বিল না দিয়ে ঘুষের তোলাবাজি তে জড়িত L. D. C ক্লার্ক অমর দাস।
এ ব্যাপারে জানান দোকানের মালিক প্রদীপ বণিক উনার দুটি ইলেকশন এর বিল ৭ লক্ষ টাকার মত বিনিময়ে উনার কাছ থেকে ৩০ হাজার টাকা দাবি করেন অমর দাস। প্রদীপ বণিক একসাথে টাকা না দিতে পারায় প্রদীপ বণিক এর বিল এখনো পর্যন্ত সম্পূর্ণ পায়নি।
অপরদিকে মাইক এর দোকানের মালিক প্রদীপ রুদ্র পাল জানান উনার দুটি ইলেকশনে মাইকের ৩১ হাজার টাকা বিল, আনতে গেলে উনার কাছে ঘুষ চায় আরো ৬ হাজার টাকা এই কথাটি বারবার শুনে বাধ্য হয়ে। প্রমাণ সংগ্রহ করতে টেলিফোনের মাধ্যমে একটি ভয়েস রেকর্ড সংগ্রহ করেন। তাছাড়া প্রদীপ বণিক ও প্রদীপ রুদ্র পাল দুজনে আলোচনা করে অমর দাসের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানান মহকুমা শাসকের কাছে। লিখিত অভিযোগ পেয়ে মহকুমা শাসক দেখে দেবেন বলে আশ্বাস দেন তাদের দুজনকে।
এই বিধানসভা ও লোকসভা ভোটের ঘোটালায় অমর দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের সংবাদ-প্রতিনিধি ছুটে যায় মহকুমা শাসকের কাছে সাক্ষাৎকার নিলেন উনি সরাসরি ক্যামেরায় আমাদের সংবাদ প্রতিনিধির কাছে বলেন অফিসের কিছু কাজের গাফিলতির কারণে অমর বাবুকে সাতনালা তহশিল অফিসে ট্রান্সফার করে পাঠানো হয়েছে। মহকুমা শাসক উনি
শিকার করে নেন লিখিত অভিযোগের কথাটি।
এদিকে একাধিক অভিযোগ রয়েছে অমর বাবুর বিরুদ্ধে।
গোপন সূত্রে বলতে গেলে বলা যায় যে, মহকুমা শাসক অফিসের কিছু আধিকারিকরা এই গুটালাতে জড়িত আছেন। আর যদি তাই না হতো তাহলে অমরবাবু এত সাহস কোথা থেকে পাইত এবং অফিসের বিভিন্ন সেকশনে সমঝোতা না থাকলে আইন দেখিয়ে বসিয়ে থাকেন কিছু ব্যক্তি।