Hare to Whatsapp
ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মর্ডানাইজেশন ত্রিপুরা ভূমি সম্মান প্ল্যাটিনাম পুরস্কারে ভূষিত
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুলাই ১৯, : ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মর্ডানাইজেশন কর্মসূচিতে ৬টি বিষয়ে সার্বিক সাফল্য অর্জনের জন্য ত্রিপুরা রাজ্যকে ভূমি সম্মান প্ল্যাটিনাম পুরস্কার ২০২৩ দেওয়া হয়েছে। তাছাড়াও এই কর্মসূচিতে রাজ্যের ৭টি জেলাকেও পুরস্কৃত করা হয়। ১৮ জুলাই নয়াদিল্লির বিজ্ঞান ভবনের প্ল্যানারি হলে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্য সরকারের রাজস্ব দপ্তর ও রাজ্যের ৭টি জেলাকে ভূমি সম্মান প্ল্যাটিনাম পুরস্কার ২০২৩ তুলে দেন। অনুষ্ঠানে রাজ্যের হয়ে পুরস্কার গ্রহণ করেন রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনীত আগরওয়াল এবং ভূমি সংস্কার ও ভূমি বন্দোবস্ত দপ্তরের অধিকর্তা রত্নজিৎ দেববর্মা।
রাজ্যের যে ৭টি জেলা এই পুরস্কার পেয়েছে সেগুলি হলো পশ্চিম ত্রিপুরা জেলা, খোয়াই জেলা, ধলাই জেলা, ঊনকোটি জেলা, গোমতী জেলা, সিপাহীজলা জেলা ও দক্ষিণ ত্রিপুরা জেলা। অনুষ্ঠানে ৭টি জেলার হয়ে পুরস্কার গ্রহণ করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, খোয়াই জেলার জেলাশাসক ও সমাহর্তা দিলীপ কুমার চাকমা, ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ঊনকোটি জেলার জেলাশাসক ও সমাহর্তা তড়িৎ কান্তি চাকমা, গোমতী জেলার জেলাশাসক ও সমাহর্তা গোভেকার ময়ূর রতিলাল, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা সাজু বাহিদ এ। সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা বিশাল কুমারের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ভূমি সংস্কার ও ভূমি বন্দোবস্ত দপ্তরের অধিকর্তা রত্নজিৎ দেববর্মা।