Hare to Whatsapp
ইসকনের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রীর বিলি আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত চলবে
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ৫, : ইসকনের উদ্যোগে গরীব ও দুস্থ গ্রামবাসীদের মধ্যে নিত্য প্রয়োজনীয় ভোজ্য পদার্থ যেমন চাল, ডাল, আলু, সেয়াবিন, সব্জী ও সাবানের মতো গুরুত্বপূর্ণ জিনিষ বন্টন করা হচ্ছে। ইসকন আগরতলার অধ্যক্ষ শ্রীপাদ শ্রীধাম গোবিন্দ দাস প্রভূজীর নেতৃত্বে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে একযোগে এই সরবরাহ আজ থেকে আগামী ১৪ই এপ্রিল ২০২০ পর্যন্ত চলবে। লকডাউনকে সামনে রেখে সমাজের গরীব অংশের মানুষদের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছানোই লক্ষ্যমাত্রা। আজ বামুটিয়ার বাজালঘাটে শ্রীদাস নিজেই বাড়ী বাড়ী পরিভ্রমণ করে দুস্থদের হাতে দ্রব্যসামগ্রী বন্টন করেন। এই কাজে ওনাকে সাহায্য করেন শ্রীকৃষ্ণ মিশন ইনস্টিটিউটের সহকারী অধ্যক্ষ শ্রী উজ্জ্বল দাস। অমরপুরের বিবেকানন্দপল্লীতে ইসকনের এই মহৎ কাজের সাক্ষী ছিলেন স্বয়ং বিধায়ক রনজিৎ দাস সহ অন্যান্য সন্মানীয় ব্যক্তিবর্গরা। উপস্থিত ছিলেন ইসকন দ্বারা পরিচালিত চারু ভারতী শিক্ষা সদনের অধ্যক্ষ শ্রী পরিমল চন্দ্র দাস।