Hare to Whatsapp
সাংবাদিককে প্রাণনাশের হুমকি গ্রেফতারের দাবি টিডব্লিউজেএর
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুলাই ১৫, : খোয়াইয়ে কর্মরত সাংবাদিক ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য প্রীতম তাঁতীকে বৃহস্পতিবার রাতে প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িত দেবজ্যোতি ভৌমিককে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। অভিযুক্তের বিরুদ্ধে খোয়াই থানায় মামলা দায়ের করা হয়েছে। অ্যাসোসিয়েশনের খোয়াই মহকুমা কমিটির ৫ সদস্যক প্রতিনিধি দল খোয়াই থানায় ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। অন্যথায় ,সংগঠন বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন এবং নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ ধরনের ঘটনায় সংগঠনের তরফ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে সরকার ও প্রশাসনকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।