Share Whatsapp

মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পে ১,৯১০টি চা শ্রমিক পরিবারকে বিনামূল্যে জমি : প্রধান সচিব পুনীত আগরওয়াল

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুলাই ৭, : মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পে এখন পর্যন্ত রাজ্যের ১,৯১০টি চা শ্রমিক পরিবারকে বাসস্থানের জন্য রাজস্ব দপ্তরের মাধ্যমে বিনামূল্যে জমি বন্টন করা হয়েছে। ৬ জুলাই সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনীত আগরওয়াল এ সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের সাফল্যের বিভিন্ন তথ্য তুলে ধরে প্রধান সচিব জানান, রাজ্যের রাজস্ব বিভাগকে শক্তিশালী করার লক্ষ্যে ২০২২-২৩ অর্থ বছরে বিভিন্ন প্রশাসনিক ভবন নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছিল। এরমধ্যে বর্তমানে উত্তর ত্রিপুরা জেলাশাসক অফিস ভবন, সোনামুড়া মহকুমা শাসক কার্যালয়ের অফিস এবং ১১২ টি তহশীল কাছারির উন্নতিকরণের কাজ চলছে।এর জন্য ব্যয় হবে ৫০ কোটি ৪২ লক্ষ টাকা। তাছাড়াও ২০২২-২৩ অর্থ বছরে রাজ্যে আরও ৪২টি নতুন তহশিল কাছারির অফিস নির্মাণ করার কাজ হাতে নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই ২০টি তহশিল কাছারির নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রধানসচিব জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে স্পেশাল অ্যাসিসটেন্স টু স্টেট স্কিমে ৫টি নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। কাজগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ের অফিস কমপ্লেক্স নির্মাণ, সাব্রুম মহকুমা শাসক কার্যালয়র অফিস ভবন নির্মাণ, কুমারঘাট মহকুমা শাসক কার্যালয়ের অফিস ভবন নির্মাণ, কৈলাশহর মহকুমা শাসক কার্যালয়ের অফিস ভবন নির্মাণ এবং ৩৮টি নতুন তহশিল কাছারির অফিস ভবন নির্মাণ। এই সমস্ত নির্মাণ কাজের জন্য ৭৮ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয় করা হবে। এছাড়াও সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনায় চলতি অর্থবর্ষে ৩টি প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। এজন্য ব্যয় হবে ৩৫ কোটি ১৪ লক্ষ টাকা।

সাংবাদিক সম্মেলনে প্রধান সচিব জানান, কোনও ধরণের বিপর্যয়ে প্রাণহানি, সম্পত্তি নষ্ট ইত্যাদি হলে ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আর্থিক সহায়তা প্রদান করে থাকে। সম্প্রতি কুমারঘাটে উল্টোরথের দিন ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে ইতিমধ্যেই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারে ৪ লক্ষ টাকা করে, ৬০ শতাংশ মারাত্মকভাবে আহতদের মধ্যে ২ লক্ষ ৫০ হাজার টাকা, ৪০-৬০ শতাংশ গুরুতর আহতদের ৭৪ হাজার টাকা এবং ৪০ শতাংশের নিচে আহত হয়েছেন এমন ব্যক্তিদের ৫,৪০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে ব্রু শরণার্থীদের পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতির বিষয়ে প্রধান সচিব জানান, চতুর্পক্ষীয় চুক্তি অনুসারে ৬,৩০২ টি ব্লু পরিবারকে রাজ্যের ১১টি স্থানে চিহ্নিত করে পুর্নবাসন দেওয়ার প্রক্রিয়া চলছে। ব্লু পরিবারগুলির জন্য এখন পর্যন্ত ৪,৬৫৮ টি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।বাকি পরিবারগুলোর জন্য ঘর নির্মাণের কাজ চলছে।এরজন্য প্রতিটি পরিবারকে হাউজ বিল্ডিং অ্যাসিস্টেন্সে তিনটি সমান কিস্তিতে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে প্রদান করা হবে। তিনি আরও জানান, ৩,৯৬১ টি ব্লু পরিবারকে এককালীন ৪ লক্ষ টাকা করে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হয়েছে। এছাড়াও ব্লু পরিবারগুলোর মধ্যে আরওআর প্রদান করা হয়েছে ৫,২৮৬টি পরিবারকে, রেশন কার্ড প্রদান করা হয়েছে ৫,৭৫৯ টি পরিবারকে, আধার কার্ড প্রদান করা হয়েছে ২৩ হাজার ১৭ জনকে, এস টি সার্টিফিকেট প্রদান করা হয়েছে ১৪ হাজার ১৯ জনকে, পি আর টি সি প্রদান করা হয়েছে ১৩ হাজার ৭০ জনকে, রেগার জব কার্ড প্রদান করা হয়েছে ৪,৬৩২টি পরিবারে এবং ভোটার পরিচয়পত্র প্রদান করা হয়েছে ১৪ হাজার ৩১৪ জনকে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের অতিরিক্ত সচিব প্রদীপ আচার্য, ডিজাস্টার ম্যানেজমেন্টের স্টেট কোঅর্ডিনেটর শরৎ দাস।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.