Hare to Whatsapp
মনিপুরে নাকি ১৯ জন করোনা আক্রান্ত, কংগ্রেস -এর অভিযোগ এটা বিপ্লব দেব- এর ছড়ানো গুজব, আগরতলায় এন সিসি থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায়
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ৫, : মনিপুরে ২ জন করোনা আক্রান্ত হলেও ত্রিপুরার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেছেন যে মনিপুরে নাকি ১৯ জন করোনা আক্রান্ত।
কংগ্রেস -এর অভিযোগ, এই গুজবে আতঙ্ক ছড়িয়ে পরে মনিপুরে। প্রতিবাদ জানায় কংগ্রেসের মনিপুরের মুখপাত্র। এবং আগরতলায় এন সিসি থানায় আজ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি শ্রী গোপাল রায়।
প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরায় এখনো একজনও করোনা ভাইরাসে আক্রান্ত রোগী আছে এমন খবর নেই। কিন্তু এরাজ্যেও করোনা রোগী আছে এক যুবক এই কথাটি ফেসবুকে লিখে পোষ্ট করার অপরাধে তাকে ইতিমধ্যেই জামিনযোগ্য নয় এমন ধারায় মামলা করে তাকে জেলে ঢুকানো হয়েছে। রাজধানী আগরতলা অরুন্ধতী নগরের ওই যুবক এখনো জেলে রয়েছে।
এবার তাই প্রশ্ন উঠেছে আইন কি সবার জন্য সমান হবে কিনা। কেননা, মুখ্যমন্ত্রী যে জিবি হাসপাতালে গিয়ে একথা বলেছেন তা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। পুলিশ ইতিমধ্যেই মামলাটি গ্রহণ করেছে। এখন দেখা শেষ পরিণতি কি হয়।