Share Whatsapp

দেশের সার্বিক বিকাশে করদাতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুলাই ২, : কর থেকে সংগৃহীত অর্থ দেশের উন্নয়নে ব্যয় করা হয়। দেশের সার্বিক বিকাশে করদাতারা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ১ জুলাই আগরতলা টাউনহলে জিএসটি দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে অর্থমন্ত্ৰী প্ৰণজিৎ সিংহরায় একথা বলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী সঠিক সময়ে কর প্রদানের মধ্য দিয়ে দেশের সার্বিক উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যারা এখনও জিএসটির সাথে নিজেদেরকে যুক্ত করেননি তারা যেন অবিলম্বে জিএসটির সাথে যুক্ত হন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী শ্রী সিংহরায় আরও বলেন, আজকের দিনেই ২০১৭ সালে দেশে প্রথম জিএসটি চালু করা হয়েছিল। প্রথমদিকে কর প্রদানের ক্ষেত্রে ব্যবসায়ীদের কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হলেও কর প্রদানের ক্ষেত্রে জিএসটি এখন এক যুগান্তকারী পদ্ধতি হিসেবে প্রমাণিত হয়েছে। কর গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা যেমন বেড়েছে তেমনি বেড়েছে কর সংগ্রহের পরিমাণও। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সারা দেশের সাথে রাজ্যেও জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি সফলতার সাথে বাস্তবায়িত করা হচ্ছে। রাজ্যে আজ ছয়টি জাতীয় সড়ক নির্মাণের পাশাপাশি রেল যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটেছে।

অনুষ্ঠানে অর্থসচিব ব্রিজেশ পান্ডে করদাতাদের অভিনন্দন জানিয়ে বলেন, জিএসটি চালু হওয়ার পর থেকে বিগত বছরগুলিতে কর সংগ্রহের পরিমাণ বেড়েছে। অর্থসচিব ব্যবসায়ীদের জিএসটির সাথে যুক্ত হয়ে দেশের সার্বিক উন্নয়নে সামিল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার, চিফ কমিশনার অব স্টেট ট্যাক্স রাখী বিশ্বাস ও সিজিএসটির যুগ্ম কমিশনার স্যামুয়েল ওয়াইপু কর সংগ্রহের ক্ষেত্রে জিএসটির সাফল্যের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে কর প্রদানের ক্ষেত্রে সফল ব্যবসায়ীদের সম্মানিত করা হয়। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় সহ উপস্থিত অন্যান্য অতিথিগণ তাদের হাতে মানপত্র ও স্মারক উপহার তুলে দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সহকারি ট্যাক্স কমিশনার দিবাকর চন্দ্র দে।




You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.