Hare to Whatsapp

কুমারঘাট-এ রথ-দুর্ঘটনায় মৃতের পরিবার পিছু এক লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার করে দিলেন বিদ্যুত মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুলাই ১, : শুক্রবার বিমানবন্দর থেকে সোজা কুমারঘাটে আসেন বিদ্যুত মন্ত্রী রতন লাল নাথ। কুমারঘাট- এ ইসকন-এর উল্টো রথের দুর্ঘটনার দিন তিনি অরুণাচল প্রদেশের তাওয়াং এ ছিলেন। শুক্রবারের বিমানে আগরতলা বিমানবন্দরের নেমেই তার সঙ্গী ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা দেবাশীষ সরকার এবং বিদ্যুৎ পরিবহন বিভাগের মহাপ্রবন্ধক রঞ্জন দেববর্মাকে সঙ্গে নিয়ে সোজা চলে আসেন কুমারঘাটে। এর আগে বিদ্যুৎ নিগমের আধিকারিকরা কুমারঘাটে এসে ঘাঁটি গেড়েছিলেন। কুমারঘাট এর বিধায়ক ভগবান দাস কে সঙ্গে নিয়ে বিদ্যুৎ মন্ত্রী প্রথমের নিগম কর্মকর্তাদের সঙ্গে উল্টো রথের দিনের ঘটনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এরপর বিদ্যুৎ নিগমের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নিহতদের বাড়িতে গিয়ে তাদের পরিজনদের কথা বলেছেন। বেশ কয়েকজন এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । তাদের খোঁজ খবরও নিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী । এদিন তিনি নিগমের তরফে নিহতদের পরিবারকে এক লক্ষ টাকা করে নগদ অর্থ সাহায্য দিয়েছেন। আহতদের পরিবারকে দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা নগদ সাহায্য। কাঞ্চনপুরের জয়শ্রীতে দুই নিহতের পরিবারের কাছে নিগমের অর্থ সাহায্য নিয়ে শনিবার পৌঁছুবেন মন্ত্রী সান্তনা চাকমা এবং বিদ্যুৎ নিগমের আধিকারিকরা। শনিবার জিবি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদেরকে বিদ্যুৎ নিগমের তরফে অর্থ সাহায্য তুলে দেবেন বিদ্যুৎ মন্ত্রী এবং নিগম কর্তারা ।কুমারঘাট এর ডাকবাংলাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, কিভাবে ঘটনা হলো, এর জন্য কারা দায়ী এ বিষয়টি নিয়ে এখন কোন ধরনের কথা বলা ঠিক হবে না। কারণ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জেলাশাসককে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এই কমিটি রিপোর্ট দেওয়ার পরই বিস্তারিত পরিষ্কার হয়ে যাবে । বিদ্যুৎ নিগমও অভ্যন্তরীণ একটি রিপোর্ট প্রস্তুত করছে। কিন্তু রিপোর্ট যাই আসুক, এমন বিষাদ ময় পরিস্থিতি যেন আর কোনদিন দেখতে না হয়, এজন্য সংশ্লিষ্ট সকলকে আরো বেশি সচেতন থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.