Hare to Whatsapp
রক্তদানের মাধ্যমে গড়ে উঠে সম্পর্ক : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ২৬, : রক্তদান মানবিক দায়বদ্ধতার তাগিদ। তাই এই দান মনেরই দান। এর মাধ্যমে গড়ে উঠে সম্পর্ক। ২৫ জুন আগরতলা পুরাতন থানা রোডে অরবিন্দ ক্লাব আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারতবর্ষের মধ্যে স্বেচ্ছা রক্তদানে এগিয়ে রয়েছে ত্রিপুরা। উৎসবের মেজাজে সারা রাজ্যেই মানুষ স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসছেন। তিনি বলেন, আমাদের সরকার চেষ্টা করছে মানুষের সমস্যার সমাধান করতে। মানুষের সমস্যার সমাধানের জন্যই রয়েছে সরকার। রাজ্য সরকার চাইছে সবাইকে নিয়েই এগিয়ে যেতে। তিনি বলেন, পাড়া শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হবে। তেমনি সমাজ ও রাজ্য শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ এখন বিশ্বমাঝে উচ্চ আসনে পৌঁছে গেছে। বিদেশেও সমাদৃত হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে দেশের চেহারাই বদলে গেছে। মুখ্যমন্ত্রী বলেন, ক্লাব সংস্কৃতির এখন সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। রক্তদান উৎসবকে কেন্দ্র করেও এলাকার জনগণ এগিয়ে আসছেন। সাংস্কৃতিক ও সেবামূলক কাজে ক্লাব এলাকায় প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, স্বচ্ছতার মাধ্যমে সরকার এগিয়ে যেতে চাইছে। সরকারকে হেয় করার জন্য কু-চক্রিরা সক্রিয় রয়েছে। ইচ্ছে করেই তারা নিজেদের স্বার্থে এই চেষ্টা করছে। তবে তা ক্ষণস্থায়ী বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আমরা আমাদের অতীত জানি, বর্তমান জানি কিন্তু ভবিষ্যত জানিনা। তাই এমন কিছু কাজ করতে চাই যাতে মানুষ ভবিষ্যতে আমাদের মনে রাখতে পারে।
রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। সংক্ষিপ্ত ভাষণে শ্রীমজুমদার বলেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবা উন্নত হয়েছে। রাজ্যে রক্তের ঘাটিতির সময়ে মুখ্যমন্ত্রীর আহ্বানে রাজ্যের মানুষ স্বেচ্ছা রক্তদানে এগিয়ে এসেছেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পুরনিগমের কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত। অনুষ্ঠানে ক্লাব সভাপতি তাপস দেবরায় ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করেন এবং তাদের সাথে সৌহার্দ্য বিনিময় করেন। এলাকার প্রবীণ নাগরিক সহ বহু মানুষ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন।