Hare to Whatsapp

গ্রামীণ এলাকার জনগণের আর্থসামাজিক মান উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুন ২৬, : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব সময়ই বলেন, গ্রামের উন্নয়ন ব্যাতীত কোনও দেশ বা রাজ্যের সার্বিক বিকাশ সম্ভব নয়। গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার পাশাপাশি গ্রামীণ জনগণের আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে কাজ করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর দিকনির্দেশনায় বর্তমান সরকারও ল্যাম্পস ও প্যাক্সের মাধ্যমে গ্রামীণ এলাকার জনগণের আর্থসামাজিক মান উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে। সেই লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি রূপায়িত হচ্ছে। ২৫ জুন আগরতলা টাউনহলে অনুষ্ঠিত ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ৪০তম বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক বিগত ৫ বছর যেভাবে কাজ করে গেছে তা সত্যিই প্রশংসনীয়। মুখ্যমন্ত্রী নাবার্ডের সহযোগিতায় গ্রামীণ এলাকার মানুষের উন্নয়নে রাজ্য সমবায় ব্যাংক যেভাবে কাজ করে যাচ্ছে তা আগামী দিনেও অক্ষুন্ন রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে যেসমস্ত এলাকায় ব্যাংকিং পরিষেবা পৌঁছায়নি সেখানে ইলেকট্রনিক কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে ব্যাংকিং পরিষেবা পৌঁছানোর জন্য ১৪টি বিজনেস করেসপন্ডেন্ট পয়েন্ট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ৬৬টি শাখা, ৯টি এটিএম এবং ১১৭টি বিসি পয়েন্ট রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ২৬৮টি সহ সারা দেশের ৩ লক্ষ প্যাক্স ও ল্যাম্পসকে কম্পিউটারাইজেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরজন্য রাজ্য ও জেলাস্তরে মনিটরিং এবং রূপায়ণকারি কমিটি গঠন করা হয়েছে। কম্পিউটারাইজেশনের প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ল্যাম্পস ও প্যাক্সসগুলির মনোনিত সদস্য সদস্যাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে কাজের গতি আরও ত্বরান্বিত হবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সমবায় দপ্তরের সচিব তাপস রায়, ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কমলকান্তি সেন, নাবার্ড ত্রিপুরা অঞ্চলের জেনারেল ম্যানেজার লোকেন দাস প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ভজন চন্দ্র রায়। অনুষ্ঠানে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা প্রদান করা হয়। তাছাড়া অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন ল্যাম্পস ও প্যাক্সের প্রতিনিধিদের হাতে ঋণের মঞ্জুরীপত্র ও মাইক্রো এটিএম তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থবর্ষের ব্যাংকের বার্ষিক রিপোর্ট সম্বলিত একটি বইয়েরও আবরণ উন্মোচন করা হয়।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.