Hare to Whatsapp
শিশুদের সুরক্ষিত রাখা আমাদের সামাজিক দায়িত্ব : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ২৪, : আজকের শিশুরাই আগামীদিনে দেশ পরিচালনার দায়িত্বে থাকবে। তাই শিশুদের সঠিক পরিচর্যা ও সুরক্ষিত রাখা আমাদের সামাজিক দায়িত্ব ও কর্তব্য। ২৩ জুন আগরতলার ঊষাবাজারস্থিত একটি বেসরকারি হোটেলে শিশু কল্যাণ সমিতির চেয়ারপার্সন ও সদস্যদের নিয়ে শিশুদের অধিকার রক্ষায় ৭ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন ও ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের যৌথ উদ্যোগে এবং উত্তর পূর্বাঞ্চল জনজাতি সেবা সমিতির ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজিত হচ্ছে। প্রশিক্ষণ কর্মশালাটি আগামী ২৯ জুন পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, বর্তমান আধুনিক প্রযুক্তির যুগেও আমাদের মানবিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে শিশুদের অধিকার সুরক্ষায় এগিয়ে আসতে হবে। শিশুদের মধ্যে নিজেদের অধিকার সম্পর্কে কাউন্সিলিং এবং সচেতনতা বৃদ্ধি করা আবশ্যক। শিশুরা যেন কোনোভাবে ভুল পথে পরিচালিত না হয় তার জন্যও সকলকে দায়িত্ব নিতে মুখ্যমন্ত্রী আহ্বান জানান। শিশুদেরকে ভুল পথে পরিচালনার পেছনে যারাই যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধেও কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শিশু নির্যাতন, শিশু পাচার ও শিশু শ্রমের বিরুদ্ধে কমিশনের গৃহিত পদক্ষেপ সম্পর্কে নিয়মিত মূল্যায়ন করা আবশ্যক। সত্যিকারের অর্থে শিশুদের অধিকার সুনিশ্চিত রয়েছে কিনা সেই বিষয়েও কমিশনকে গুরুত্ব সহ দেখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এই ধরণের প্রশিক্ষণ কর্মশালার প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, এই কর্মশালায় অর্জিত জ্ঞান তৃণমূলস্তরে পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা বলেন, রাজ্যে শিশুদের অধিকার সুনিশ্চিত করতে কমিশন কাজ করছে। এই প্রশিক্ষণ কর্মশালায় বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও পরামর্শ আদান প্রদানের মাধ্যমে কর্মশালায় অংশগ্রহণকারীগণ উপকৃত হবেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, ভারত সরকারের জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের নর্থ ইষ্ট সেলের সিনিয়র টেকনিক্যাল বিশেষজ্ঞ পরেশ শাহ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যা মনীষা সাহা । ধন্যবাদসূচক বক্তব্য রাখেন উত্তর পূর্বাঞ্চল জনজাতি সেবা সমিতির সদস্য শচীন কলই। এই প্ৰশিক্ষণ কর্মশালায় শিশু কল্যাণ সমিতির রাজ্য এবং জেলার চেয়ারপার্সন ও সদস্যগণ অংশ নেন৷