Hare to Whatsapp
ভারতবর্ষের কৃষ্টি-সংস্কৃতি ও পরম্পরার ঐতিহ্য সমগ্র বিশ্বে সমাদৃত : মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ২৪, : সমাজের জন্য সুস্থ চিন্তা ভাবনা ও সেই অনুযায়ী কাজ করার মতো বড় ধর্ম আর হয় না। কর্মের মধ্য দিয়েই আমাদের ধর্ম পালন করতে হবে। ২৩ জুন সন্ধ্যায় জগন্নাথ বাড়িতে ৫ দিনব্যাপী ধর্ম সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষের কৃষ্টি-সংস্কৃতি ও পরম্পরার ঐতিহ্য সমগ্র বিশ্বে সমাদৃত। প্রায় হারিয়ে যাওয়া দেশের এই পরম্পরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আবার ফিরে এসেছে। এ প্রসঙ্গে তিনি বিশ্ব যোগা দিবস পালনের কথা তুলে ধরেন।
মুখ্যমন্ত্রী বলেন, এই মন্দিরের সঙ্গে আগরতলাবাসী সহ ত্রিপুরাবাসীর হৃদয়ের সম্পর্ক। জগন্নাথের আশীর্বাদ ছাড়া কিছুই করা যায় না। তিনি বলেন, বিজ্ঞান ভগবানকে বিশ্বাস করে না, এই ধারণা ঠিক নয়। নবীন প্রজন্ম যত বেশি করে এ ধরনের প্রতিষ্ঠানে আসবে ততই তাদের মঙ্গল হবে। মানবসম্পদকে শক্তিশালী করা যাবে। তাদের ভুল বুঝিয়ে বিপথে পরিচালিত করা যাবে না। তিনি ধর্ম সম্মেলনের সাফল্য কামনা করেন।