Hare to Whatsapp
বর্জ্যব্যবস্থাপনা কেন্দ্রে জৈবসার উৎপাদিত হবে : শ্রমমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ২৩, : কৈলাসহরের সোনামুখীতে বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্যব্যবস্থাপনা কেন্দ্রের ২২ জুন উদ্বোধন করেন শ্রমমন্ত্রী টিংকু রায়। কেন্দ্রটির উদ্বোধন করে শ্রমমন্ত্রী বলেন, কৈলাসহর ও পার্শ্ববর্তী গ্রামীণ এলাকার বর্জ্যসামগ্রী সংগ্রহ করা হবে। এই বর্জ্যসামগ্রী থেকে এই কেন্দ্রে বৈজ্ঞানিক পদ্ধতিতে জৈবসার উৎপাদিত হবে। এই জৈবসার কৃষকগণ ব্যবহার করতে পারবেন। বর্তমানে আবর্জনা সংগ্রহের কাজে যারা যুক্ত এবং ভবিষ্যতে যারা যুক্ত হবেন তাদের স্বাস্থ্যের প্রতি নজর রাখতে তিনি আহ্বান জানান। তিনি বলেন, যন্ত্র ব্যবহার করে অনেক কাজ করা গেলেও কিছু কাজ মানুষকেই করতে হয়।
উল্লেখ্য, বর্জ্যব্যবস্থাপনা প্রকল্পটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৪৮ লক্ষ ৬৫ হাজার টাকা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন নীতিশ দে৷ উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারায়ণ সিনহা, ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক সুশান্ত সরকার প্রমুখ। সভাপতিত্ব করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়। স্বাগত বক্তব্য রাখেন কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কৈলাসহর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক শিবিরেরও আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিগণ ৬ জনের হাতে পিআরটিসি, এসটি ও ইনকাম সার্টিফিকেট তুলে দেন।