Share Whatsapp

বিদ্যুৎ নিগমের কর্মীদের উপর আক্রমণকারীদের ছাড়া হবে না বললেন বিদ্যুৎ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুন ২২, : কল্যাণপুর ২২ জুন। কল্যাণপুরে ভেঙ্গে পড়া বিদ্যুৎ পরিষেবা অক্ষুন্ন রাখতে গিয়ে আক্রান্ত বিদ্যুৎ কর্মীর পাশে দাঁড়িয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ । তিনি জানিয়েছেন পরিষেবা সংক্রান্ত কোথাও গাফিলতির ঘটনা ঘটলে যথাযথ জায়গায় এ ব্যাপারে অভিযোগ জানাতে পারেন সাধারণ মানুষ। কিন্তু তাই বলে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বিদ্যুৎ পরিষেবা চালু রাখতে যাওয়া কর্মীর উপর আক্রমণ ঘটানো হবে, তা কোনভাবেই বরদাস্ত করা হবে না ।এক্ষেত্রে আক্রমণকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে । গ্রামের মানুষকেও বিদ্যুৎ কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এদিকে তেলিয়ামুড়ার এসডিপিও প্রসুন ত্রিপুরা জানিয়েছেন ,অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পুলিশ সর্বোচ্চ প্রয়াস চালাচ্ছে। উল্লেখ্য, দমকল, এম্বুলেন্স আর বিদ্যুৎ তিনটি ক্ষেত্রই জরুরী কালীন, অত্যাবশ্যকীয় এবং ক্ষেত্র বিশেষে জীবনদায়ী। জীবনের ঝুঁকি নিয়েও এই তিন ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মী আধিকারিকেরা যুঝে চলেন কখনো প্রকৃতির সঙ্গে, কখনোবা মনুষ্য সৃষ্ট কৃত্রিম পরিস্থিতির সঙ্গে। বিভিন্ন সময়েই এই তিনটি জরুরীকালীন পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত লোকজনদের ওপর একশ্রেণীর উশৃংখল দুর্বৃত্তের আক্রোশ নেমে এসে সার্বিক পরিস্থিতিকেই বিষিয়ে দিয়ে কার্যত গোটা সমাজের জন্যই এক বিষম পরিস্থিতির সৃষ্টি করে চলে। যার কুফল ভোগ করতে হয় গোটা এলাকার সাধারণ মানুষকে। এমনই এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন কল্যাণপুরের দ্বারিকাপুর পঞ্চায়েতের অধীন বাগান বাজার এলাকায়। তীব্র প্রাকৃতিক দুর্যোগের মাঝেও বিদ্যুৎ নিগমের কল্যাণপুরস্থিত কার্যালয়ের কর্মী আধিকারিকরা বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার কাজে আপ্রান লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু একের পর এক বিদ্যুৎ পরিবাহী ক্ষেত্রে বিপর্যয়, খুঁটি ভেঙ্গে পড়া, ট্রান্সফর্মার পুড়ে যাওয়ার ঘটনায় অসম্ভব চেষ্টা সত্ত্বেও দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার ক্ষেত্রে প্রতিকূলতা তৈরি হচ্ছিল বারবার। কল্যানপুর থেকে বিদ্যুৎ নিগমের কর্মী অভিজিৎ বিশ্বাস ঝড়-বাদল মাথায় নিয়ে দ্বারিকাপুর পঞ্চায়েতের বাগান বাজারে পৌঁছাতেই দুর্বৃত্তরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। জরুরী পরিষেবায় নিয়োজিত থাকা বিদ্যুৎ নিগমের কার্যকারী কর্মী অভিজিৎ বিশ্বাসকে বেধড়ক পেটানো হয় গ্রামের মাঝে। ফলে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার বদলে কোনোক্রমে প্রাণ নিয়ে ফেরেন তিনি। পরবর্তী সময় চিহ্নিত হওয়া বাগান বাজারের ভূট্টু শীল নামক এক ব্যক্তির বিরুদ্ধে কল্যাণপুর থানায় মামলা দায়ের করা হয়েছে স্থানীয় বিদ্যুৎ নিগম কার্যালয়ের তরফে। পুলিশ আইনগত ব্যবস্থা নিলেও আতঙ্কিত বিদ্যুৎকর্মীরা এখন আর গ্রামমুখো হতে চাইছেন না প্রাণ সংশয় এর কারণে। এরপর আবার বিদ্যুৎ নিগমের কর্মীদের অভয় দেওয়ার বদলে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে সড়ক অবরোধ করে বসেন গ্রামবাসীরা। যদিও পরে পুলিশের সহযোগিতায় বিদ্যুৎ নিগমের কর্মীরা দীর্ঘ সময় লড়াই চালিয়ে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করে দেন। কিন্তু তীব্র প্রাকৃতিক দুর্যোগে মানুষ যখন ঘরে থাকেন, নিরাপদ আশ্রয়ে থাকেন অন্যান্য সরকারি চাকরিতে নিযুক্ত কর্মীরাও, সেই সময়ে বিদ্যুৎ নিগমের কর্মীরা ঝড়-বাদল মাথায় নিয়ে ময়দানে থাকেন। এই পরিস্থিতিতে বিদ্যুৎ কর্মীদের উপরে যদি আক্রমণ নেমে আসে তাহলে তারা আতঙ্কের কারণেই ময়দানে না নামলে সাধারণ মানুষের ভোগান্তির আর সীমা পরিসীমা থাকবে না। উল্লেখ্য ঝড় বৃষ্টির কারণে গত কদিন ধরেই কল্যাণপুরে বিদ্যুৎ ব্যবস্থাপনা ভেঙে পড়ে। তীব্র বাতাস আর বৃষ্টির ফলে কল্যাণপুরে বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। কমলনগর এলাকায় একটি বিশাল কড়ই গাছ পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে খোয়াই-তেলিয়ামুড়া মূল সড়ক। বহু কষ্টে যে দুটো ফিডার দিয়ে কল্যাণপুরে বিদ্যুৎ এলেও তেত্রিশ কেভির গামাইবাড়ি এবং খোয়াইয়ের ধলাবিল ফিডারেও ত্রুটি দেখা দিয়েছে গাছ পড়ার ফলে। বিকেল থেকেই ঝড় বৃষ্টির সঙ্গে প্রচন্ড বজ্রপাতও হয়। বিদ্যুৎ নিগমের তেলিয়ামুড়াস্থিত ডিভিশনের ডিজিএম দীপক মণ্ডল জানান, ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টি জারি থাকার ফলে কোনও কাজও করা যাচ্ছিল না। এদিকে টানা বৃষ্টির ফলে কমলনগর, ঘিলা তলি, দ্বারিকা পুর, দক্ষিণ ঘিলাগুলি, পূর্ণ কৃষ্ণবন, পশ্চিম ঘিলাতলি এসব এলাকার নিম্নাঞ্চলে জল জমে যায়। ফসলের জমিতেও জল দাঁড়িয়ে গেছে। ফলে বিদ্যুৎ নিগমের কর্মীরা কাজ করতে পারছিলেন না ।ডিস্ট্রিবিউশন ফিডারের পুলিন ঠাকুর টিলাতে একটি লাইনের উপর গাছ ভেঙে পড়েছে। পশ্চিম ঘিলাতলি ফিডারের অবস্থা খুবই করুন। এদিকে, ঝড়ো বাতাস আর সাথে বৃষ্টি । যে কারণে বিদ্যুৎ সংযোগহীন কল্যাণপুরের পাঁচটি ডিস্ট্রিবিউশন ফিডার। রাত থেকেই বিভিন্ন পরিবাহী লাইনে গাছ ও বাঁশ পড়ার ফলে ত্রুটি দেখা দেয় তেত্রিশ কেভির যে দুটো লাইন দিয়ে কল্যাণপুরে বিদ্যুৎ আসে সেগুলোতে। মূলত কল্যাণপুরে বিদ্যুৎ আসে তেলিয়ামুড়ার গামাইবাড়ি সাব স্টেশন থেকে। কিন্তু নিগম সূত্রে জানানো হয় ওই তেত্রিশ কেভির লাইনে মাইজ ভান্ডার এবং গামাইবাড়ি রিজার্ভ ফরেস্ট এলাকায় গাছ পড়ে লাইন বিকল হয়ে যায়। বিকল্প যে পথে খোয়াইয়ের ধলাবিলস্থিত তেত্রিশ কেভি লাইন নিয়ে কল্যাণপুরে জরুরিকালীন সময়ে বিদ্যুৎ আসে ত্রুটি দেখা দেয় ওই লাইনেও। এই লাইনের লালটিলা, গোপালনগর ইত্যাদি এলাকায় গাছ পড়ে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। কল্যাণপুরে যে পাঁচটি ডিস্ট্রিবিউশন লাইনের মাধ্যমে ভোক্তাদের বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয় সেগুলোতে অসংখ্য গাছ ও বাঁশ পড়ে পরিবাহী তার ছিঁড়ে যায়। বেশ কিছু বিদ্যুৎ পরিবাহী খুটিও পড়ে যায়। বিদ্যুৎ পরিষেবা অচল থাকায় কল্যাণপুরে পানীয় জল সরবরাহও বন্ধ হয়ে পড়ে। লাইনে ত্রুটি সারাইয়ের কাজে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে নিগমের কর্মীরা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যান। কিন্তু পাঁচটি ফিডারের মধ্যে কয়েকটি ফিডার এতো লম্বা এবং রাবার বাগান ইত্যাদির মধ্য দিয়ে যাবার সমস্যার সৃষ্টি করছে। ফিডারগুলো হলো কমলনগর, পশ্চিম পশ্চিম গিলাতলী, আমপুরা, কল্যাণপুর এবং হাসপাতাল। নিগমের সিনিয়র ম্যানেজার নীহার রঞ্জন দাস এবং দুই ম্যানেজার স্মরজিৎ রিয়াৎ ও সুমন দেবনাথ ময়দানে কাজ করে যান। কিন্তু বিদ্যুৎ পরিষেবা, নিরবচ্ছিন্ন রাখার ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করতে পারছিলেন না বিদ্যুৎ নিগমের কর্মীরা এলাকায় বিদ্যুৎ সংযোগ অক্ষুন্ন রাখতে কর্মীরা যখন দিন রাত এক করে কাজ করছিলেন, তখনই তাদের উপর নেমে আসে আক্রমণ ।একাংশ দুর্বৃত্ত যেভাবে জরুরী পরিষেবায় নিয়োজিত থাকা কর্মীদের উপর আক্রমণ করেছে এর ভোগান্তি ভুগতে হয়েছে গোটা এলাকার মানুষকে ।অবিলম্বে এই দুর্বৃত্তকে গ্রেফতার করে শাস্তি প্রদানের জন্য এলাকায় দাবি উঠছে। এদিকে কল্যাণপুরে বিদ্যুৎ নিগমের কর্মীর উপর হামলার ঘটনায় কল্যানপুর থানা মামলা গ্রহণ করেছে। এসডিপিও প্রসূন ত্রিপুরা জানিয়েছেন, আক্রমণকারীকে গ্রেফতারের জন্য পুলিশ জাল বিছিয়েছে ।শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে বলেও বিদ্যুৎ নিগম কর্মীদেরকে আশ্বস্ত করেছেন এসডিপিও ।এদিকে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন ,কোন বিদ্যুৎ কর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথভাবে জানানো যেতে পারে । কিন্তু আইন হাতে নিয়ে কোন বিদ্যুৎ কর্মীর উপর আক্রমণ ঘটানো হলে তা বরদাস্ত করা হবে না ।আইন অনুযায়ী আক্রমণ কারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে । এ বিষয়ে বিদ্যুৎ মন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.