রাজ্যপালের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ২১, : গড়িয়া পূজা উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সমস্ত রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘গড়িয়া পূজা ত্রিপুরার একটি বড় উৎসব এবং এপ্রিল মাসে তথা বৈশাখ মাসের ৭ম দিনে উদযাপিত হয়। গড়িয়া দেবতা হাঁস-মোরগ ও সম্পদের দেবতা রূপে গৃহস্থের জন্য শুভ শক্তি হিসেবে পূজিত হন। ভক্তি ও সমৃদ্ধির প্রতীক এই পূজা ও উৎসব।' এই পূজা ও উৎসব সমস্ত ত্রিপুরাবাসীর জীবনে আনন্দ ভালবাসা ও সৌভ্রাতৃত্বের পরিবেশ বজায় রাখবে বলে রাজ্যপাল আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.