Share Whatsapp

পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুন ২১, : চতুর্দশ দেবতা মন্দিরে আগামী ২৬ জুন থেকে ৭ দিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব শুরু হচ্ছে। খার্চি উৎসব-২০২৩ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ২০ জুন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। খার্চি উৎসব ও মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, অতিরিক্ত জেলাশাসক রজত পন্থ প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পূর্ত, বিদ্যুৎ, আরক্ষা, তথ্য ও সংস্কৃতি, স্বাস্থ্য, পর্যটন, পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের অধিকর্তা ও পদস্থ আধিকারিকগণ।

সভায় বিধায়ক রতন চক্রবর্তী সকল সরকারি দপ্তরের আধিকারিকদের ৭ দিনব্যাপী খার্চি উৎসব সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, প্রতি বছরের মতো এবছরও ঐতিহ্যবাহী খার্চি উৎসব সফলভাবে আয়োজনের লক্ষ্যে চতুর্দশ দেবতাবাড়িকে ঘিরে বিভিন্ন দপ্তর পরিকাঠামোগত উন্নয়ন কাজের দায়িত্ব নিয়েছে। তিনি সকলকে নিজ নিজ দপ্তরের কাজগুলি ২৪ জুনের মধ্যে সম্পন্ন করতে বলেন। তিনি বলেন, খার্চি আমাদের রাজ্যের অন্যতম এক উৎসব। এ উৎসবে প্রতি বছর ১০ লক্ষের উপর জনসমাগম হয়। খার্চি উৎসবে আগত প্রত্যেক পুণ্যার্থী যেন সুষ্ঠু পরিষেবা পান সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কাজ করতে হবে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধনও সভায় সকলকে খার্চি উৎসব সাফল্যমন্ডিত করার জন্য সহযোগিতার আহ্বান জানান। সভায় বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ ৭ দিনব্যাপী খার্চি উৎসবকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দপ্তরের প্রস্তুতির কথা তুলে ধরেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.