Hare to Whatsapp
রাজ্যে রথযাত্রা উৎসবের বর্ণময় ঐতিহ্য রয়েছে : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ২১, : রাজ্যে রথযাত্রা উৎসবের বর্ণময় ঐতিহ্য রয়েছে। মানুষ সারা বছর প্রতীক্ষায় থাকেন এই রথযাত্রা উৎসবে সামিল হওয়ার জন্য। ২০ জুন আগরতলার মঠ চৌমুহনিস্থিত ইসকন মন্দিরের রথের দড়ি টেনে ইসকনের রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, ইসকনের উদ্যোগে এই রথযাত্রা উৎসব আজ সমগ্র বিশ্বে উদযাপিত হচ্ছে। ভারতের রথযাত্রার গৌরবময় ঐতিহ্য ও সংস্কৃতিকে সারা বিশ্বের মানুষের মাঝে তুলে ধরার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। রথযাত্রা উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে প্রীতি ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, আগরতলার ইসকন মিশনের যুগ্ম অধ্যক্ষ শ্রীদাম গোবিন্দ দাস প্রমুখ।
রথযাত্রার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ভগবান শুধুমাত্র মন্দিরেই থাকেন না। তিনি সাধারণ মানুষের মধ্যে সর্বদা বিরাজমান। এই রথযাত্রার মাধ্যমে ভগবান মানুষের মধ্যে থেকে সবাইকে নিয়ে এগিয়ে চলেন। মহামিলনের রথযাত্রা উৎসব সেই দিককেই নির্দেশ করে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সকলের উন্নয়নে কাজ করছে। আগরতলার জগন্নাথ বাড়ি থেকে শুরু করে মেলাঘরেও ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব ঘটা করে পালিত হয়। মুখ্যমন্ত্রী বলেন, ঈশ্বর সর্বশক্তিমান। সবাইকে আস্তিকতার মননচিত্তে মিলিতভাবে ত্রিপুরাকে উন্নত রাজ্য বানাতে এগিয়ে আসতে হবে।
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ বিকেলে বড়দোয়ালীস্থিত তালতলা কালীমন্দির প্রাঙ্গণে শুভ রথযাত্রা-২০২৩ উৎসবেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগরতলা পুরনিগমের ৪০ নং ওয়ার্ড এই শুভ রথযাত্রার আয়োজন করে। রথযাত্রার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী তালতলা কালীমন্দিরে রাজ্যবাসীর কল্যাণে প্রার্থনা করেন। এরপর মুখ্যমন্ত্রী জগন্নাথের বিগ্রহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের কর্পোরেটর সম্পা সরকার চৌধুরী, সমাজসেবী অসীম ভট্টাচার্য, সমাজসেবী সঞ্জয় সাহা, সমাজসেবী জয়ন্ত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর এই শুভ রথযাত্রা ৪০ নং ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে।