Hare to Whatsapp
চিকিৎসকদের মানুষের পাশে থেকে সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ১২, : ১১ জুন সন্ধ্যায় আগরতলার একটি অভিজাত হোটেলে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের মানুষের পাশে থেকে সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে। তাছাড়াও চিকিৎসকদের কর্মক্ষেত্রে সর্বদা নিজের সেরা পরিষেবা দেওয়ার মানসিকতা থাকতে হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, দন্ত চিকিৎসকদের সমাজের জন্য কাজ করার বিরাট সুযোগ রয়েছে। মানুষের জন্য কাজ করার সেই সুযোগকে কাজে লাগাতে হবে। কর্মক্ষেত্রে অনেক প্রতিকূলতা আসবে সেই প্রতিকূলতাকে কাটিয়ে এগিয়ে যেতে হবে। তবেই
সফলতা লাভ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বর্তমান কেন্দ্ৰীয় এবং রাজ্য সরকারও সর্বদা মানুষের উন্নয়নে কাজ করে চলছে। তিনি বলেন, ত্রিপুরাতে এখন একটি উন্নয়নমুখী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ত্রিপুরা এখন সবকিছুতেই এগিয়ে রয়েছে। রাজ্য এখন শিক্ষা, কৃষিক্ষেত্র থেকে শুরু করে চিকিৎসা সবকিছুতেই অগ্রণী। সারা রাজ্যে ৬টি জাতীয় সড়কের কাজ চলছে। ত্রিপুরার ইন্টারনেট দেশের মধ্যে তৃতীয় শক্তিশালী ইন্টারনেট ব্যবস্থা। রেল যোগাযোগ ব্যবস্থায়ও ত্রিপুরা অনেক এগিয়ে। আগরতলা রেলওয়ে স্টেশন আগামীতে আন্তর্জাতিকমানের হিসেবে গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী বলেন, এই সরকারের মূল মন্ত্রই হচ্ছে মানুষের কল্যাণ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার পক্ষ থেকে ১ লক্ষ টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সম্পাদক ডা. সজল নাথ মুখ্যমন্ত্রীকে দেওয়া অ্যাসোসিয়েশনের সংবর্ধনাপত্রটি পাঠ করেন এবং মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে উত্তরীয়, পুষ্পস্তবক এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সভাপতি ডা. সমীর রঞ্জন দত্ত চৌধুরী। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার যুগ্ম সম্পাদক ডা. সুমিত কুমার রায়।