Hare to Whatsapp
করোনা ভাইরাস মোকাবিলায় বেসরকারী প্রতিষ্ঠানেও ফি’র ভিত্তিতে জীবানুমুক্তকরনের পরিষেবা দেবে পুর পরিষদঃ শৈলেশ যাদব
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ৪, : ব্যক্তি মালিকানাধীন কোন সংস্থা বা সংগঠন যদি করোনা ভাইরাস মোকাবিলায় তার অফিস, দোকান বা ব্যবসায়িক এলাকা জীবানুমুক্ত করতে চান তাহলে আগরতলা পুরপরিষদ কতৃপক্ষ একাজে জরুরী ভিত্তিতে সাহায্য করবে।
পুরপরিষদ এর তরফে এক বিজ্ঞপ্তিতে এসম্পর্কে জানানো হয়েছে যে, লকডাউন চলাকালীনও এই সুযোগ পাওয়া যাবে। এবং এর জন্য নির্ধারিত ফি জমা করে পুর পরিষদে আবেদন করতে হবে। তবে সার্বজনীন বানিজ্যিক এলাকা, পথঘাট সহ বাসস্টপ ইত্যাদি ক্ষেত্রে পুরপরিষদ বিনামূল্যেই এই কাজটি করবে। এবং এর মধ্যেই ওষুধ ছড়িয়ে জীবানুমুক্ত করনের কাজ শুরু হয়ে গেছে বলে পুর কমিশনার শৈলশ যাদব জানিয়েছেন। তবে বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠান বা এলাকায় একাজের জন্য আগে এলে আগে প্রদান ণীতিতে নির্দ্বারিত ফি’র ভিত্তিতে পুরপরিষদ এই পরিষেবা দেবে বলে পুর কমিশনার শ্রী যাদব জানান।