Hare to Whatsapp
ছেলে মেয়েদের বুনিয়াদি শিক্ষায় পারদর্শী করে তুলতে হবে : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ১১, : নবীন প্রজন্মকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে হলে বুনিয়াদি শিক্ষায় জোর দিতে হবে। ছেলে মেয়েদের বুনিয়াদি শিক্ষায় পারদর্শী করে তুলতে হবে। ৯ জুন উদয়পুরের রাজর্ষী হলে ‘নিপুন ত্রিপুরা মিশন' কর্মসূচি বাস্তবায়ণের উদ্দেশ্যে আলোচনাচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো তৈরী করে দেওয়ার কাজ করছে। ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলার দায়িত্ব শিক্ষক শিক্ষিকাগণের। তারা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন না করেন তবে ভারত সরকারের উদ্দেশ্য সফল হবে না। জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে গোমতী জেলাভিত্তিক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক জীতেন্দ্র মজুমদার, বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, বুনিয়াদি শিক্ষা দপ্তরের অধিকর্তা সুভাশিস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
আলোচনাচক্রে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় আরও বলেন, কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষা নীতির অঙ্গ হিসেবে ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে নিপুন ত্রিপুরা মিশন কর্মসূচি রূপায়ণ করা শুরু হয়। তিনি বলেন, মেধা সবার মধ্যেই রয়েছে। তাকে বিকশিত করতে হয়। ছাত্রছাত্রীদের সুপ্ত মেধা বিকশিত করার জন্যই নিপুন ত্রিপুরা মিশন হাতে নেওয়া হয়েছে। এই কাজে শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সহ সব অংশের জনগণকে এগিয়ে আসার জন্য অর্থমন্ত্রী আহ্বান জানান।
আলোচনাচক্রে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক অভিষেক দেবরায়, বুনিয়াদি শিক্ষা দপ্তরের অধিকর্তা সুভাশিস বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে বিবেকানন্দ বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম দশজনের মধ্যে থাকা ৩ জন কৃতি ছাত্রকে সংবর্ধনা জানানো হয়। আলোচনাচক্রের পর পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা আধিকারিক ভিক্টর রিয়াং।