Share Whatsapp

জিবিপি হাসপাতালে ১৪ দিনের শিশুকন্যার হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুন ৯, : উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বিরল নজির সৃষ্টি করল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টের চিকিৎসকরা ১৪ দিন বয়সি এক কন্যা সন্তানের হৃদযন্ত্রে পিডিএস স্ট্যান্টিং করে জীবন বাঁচিয়ে তুলেছেন। গত ২৫ মে জন্মের পরই শিশুটির হৃদযন্ত্রে কম মাত্রায় অক্সিজেন জনিত সমস্যা পরিলক্ষিত হয়। শিশুটির ওজন ছিল ২.৮ কেজি। হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টের চিকিৎসকগণ শিশুটিকে অবিরত অক্সিজেন সহায়তা দিয়ে ৬০ শতাংশ অক্সিজেন স্যাচুরেশনে আনা হয়। তৎক্ষণাৎ কার্ডিওলজি ডিপার্টমেন্টের চিকিৎসকগণ টু ডি ইকোকার্ডিওগ্রাফি এর মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে শিশুটির হৃদযন্ত্রে (পালমোনারী এটরিসিয়া) ত্রুটি চিহ্নিত করেন। এ অবস্থায় শিশুটির দ্রুত স্বাস্থ্যের অবস্থার অবনতি হতে থাকায় ৩ জুন হৃদযন্ত্রে স্ট্যান্টিং এর সিদ্ধান্ত গ্রহণ করেন চিকিৎসকরা। উক্ত পরিস্থিতিতে যখন ক্যাথল্যাবে স্থানান্তরিত করা হয় তখন শিশুটির অক্সিজেন স্যাচুরেশন ৩০ শতাংশ নেমে যায়। গত ৩ জুন চিকিৎসকগণ শিশুটির হৃদযন্ত্রে পিডিএস স্ট্যান্টিং করেন। প্রায় দুই ঘন্টা ত্রিশ মিনিট সময় ধরে এই প্রক্রিয়া চলে।

প্রক্রিয়া সম্পন্ন হবার পর শিশুটির অবস্থা দ্রুত উন্নতি হতে থাকে এবং অক্সিজেন স্যাচুরেশন ৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। শিশুটিকে এনআইসিইউ পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা করা হয়। উক্ত প্রক্রিয়ার টিমে ছিলেন কার্ডিওলজি ডিপার্টমেন্টের ইনচার্জ হেড অব্ ডিপার্টমেন্ট এবং কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডাঃ অনিন্দ্য সুন্দর ত্রিবেদী, কার্ডিওলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডাঃ রাকেশ দাস, এনেসথিওলজিস্ট ডাঃ সুরজিৎ পাল, কার্ডিয়াক এনেসথিওলজিস্ট ডাঃ মণিময় দেববর্মা সহ কার্ডিওলজি ডিপার্টমেন্টের ডাঃ শ্রেয়সী দেব, ডাঃ অর্ঘপ্রতীম নাথ, ডাঃ অনুরূপা বোস, ডাঃ দীপশ্রী দেববর্মা ও ডাঃ সম্রাট দাস প্রমুখ। এছাড়াও উক্ত অস্ত্রোপচার টিমে ছিলেন ক্যাথল্যাব টেকনিশিয়ান সঞ্জয় ঘোষ, ক্যাথল্যাব নার্স দেবব্রত দেবনাথ ও প্রাণকৃষ্ণ দেব, ইকো টেকনিশিয়ান কিষাণ রায়,কোর্ডিনেটর রিচাশ্রী সরকার ও ওটি অ্যাসিসটেন্ট রতন মন্ডল সহ অভিষেক দত্ত,জেমসন দেববর্মা, সৌরভ শীল, জয়দীপ চক্রবর্তী ও জয়ন্ত শীল৷ এছাড়াও এই শিশুটির চিকিৎসার ক্ষেত্রে পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সঞ্জীব কুমার দেববর্মা, ডাঃ সুজিত চক্রবর্তী, ডাঃ শ্রীবাস দাস,ডাঃ রিপন দেববর্মা ও ডাঃ সৌগত সাহা জড়িত ছিলেন।

শিশুকন্যার অস্ত্রোপচারটি প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা ও এজিএমসি'র আরকেএস ফার্মাসির যৌথ সহযোগিতায় মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। উল্লেখ্য বহির্রাজ্যে অস্ত্রোপচারটি করতে ন্যূনতম তিন লক্ষ টাকা খরচ হত। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থার উন্নতি করায় তাকে পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের এনআইসিইউ থেকে জেনারেল ওয়ার্ড-এ স্থানান্তরিত করা হয় এবং এখন অক্সিজেন ছাড়া সম্পূর্ণ ভাবে দ্রুত সুস্থতার দিকে অগ্রসর হচ্ছে। আজ সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তৃতভাবে তুলে ধরেছেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ সঞ্জীব কুমার দেববর্মা, ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ শংকর চক্রবর্তী ও ডাঃ মনিরুল ইসলাম, কার্ডিওলজি ডিপার্টমেন্টের ইনচার্জ হেড অব্ ডিপার্টমেন্ট এবং কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডাঃ অনিন্দ্য সুন্দর ত্রিবেদী, কার্ডিওলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডাঃ রাকেশ দাস, এবং অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ সুজিত চক্রবর্তী প্রমুখ।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.