Share Whatsapp

বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়া সত্ত্বেও রাজ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রয়েছে : বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুন ৮, : রাজ্য জুড়ে তীব্র দাবদাহ পরিস্থিতির কারণে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। গতকাল রাজ্যে বিদ্যুতের চাহিদা ছিল ৩৫৭.৪ মেগাওয়াট। এই বছরের একদিনের হিসেবে সবচেয়ে বেশী। পূজোর দিনগুলির তুলনায়ও বিদ্যুতের চাহিদা অনেক বেশী। এই অবস্থায় বিদ্যুৎ গ্রাহকদের অবশ্যই প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের অনুমতির জন্য বিদ্যুৎ দপ্তরের অফিসে সঠিক তথ্য লিপিবদ্ধ করতে হবে। ৭ জুন সচিবালয়ে নিজ অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ একথা জানান। তিনি জানান, বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়া সত্বেও রাজ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রয়েছে। গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের উদ্দেশ্যে বহিরাজ্য থেকে বিদ্যুৎ ক্রয় করে বিদ্যুতের জোগানের ব্যবস্থা করা হচ্ছে।

সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রী আরও জানান, বিদ্যুৎ দপ্তরের অনুমতি ছাড়া কিছু সংখ্যক গ্রাহক অত্যাধিক পরিমাণে বৈদ্যুতিক যন্ত্রাংশ ব্যবহার করছে। যার ফলস্বরূপ অনেক সময় সংশ্লিষ্ট এলাকায় নিকটবর্তী ট্রান্সফরমারগুলির উপর ক্রমশ চাপ বৃদ্ধি পাচ্ছে। ফলস্বরূপ ট্রান্সফরমার বিকল হওয়ার সম্ভাবনা বাড়ছে। বিদ্যুৎ মন্ত্রী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গ্রাহকদেরকে বিদ্যুৎ দপ্তরে তাদের বৈধ বিদ্যুৎ ব্যবহারের সঠিক তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। তিনি জানান, রাজ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের উদ্দেশ্যে বিদ্যুৎ নিগমের সকল স্তরের কর্মীবৃন্দ নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। গ্রাহক পরিষেবা প্রদানে ২৪ ঘন্টা বিভিন্ন পরিষেবা জারি রয়েছে। এই প্রসঙ্গে বিদ্যুৎ মন্ত্রী ১৯১২ কল সেন্টার নাম্বার, ৯৮৬৩৫৯৬০৮১ হোয়াটসআপ নাম্বার, Twitter@TSECLcare পরিষেবা, বিদ্যুৎ বন্ধু অ্যাপ, www.tsecl.in ওয়েব পোর্টাল, ইন্টার ভয়েস রেকর্ডিং সিস্টেম ইত্যাদি পরিষেবার কথা উল্লেখ করেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.