রাজ্য সরকার প্রতিটি জাতি গোষ্ঠীর হারিয়ে যাওয়া সংস্কৃতি রক্ষায় বদ্ধপরিকর : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ২১, : সংস্কৃতি আমাদের পরিচয় বহন করে। ঐক্যবদ্ধতার পথ দেখায়। ২০ এপ্রিল পুরাতন আগরতলাস্থিত পশ্চিম নোয়াবাদি সেন পাড়ায় বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে সাপ্তাহিক সংস্কৃতি হাট এবং নববর্ষ উৎসব ১৪৩২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, সংস্কৃতি চর্চার মধ্যে নিজের সত্ত্বাকে খুঁজে পাওয়া যায়। বর্তমানে মোবাইল সংস্কৃতির যুগে নিজের ঐতিহ্য, সংস্কৃতি, পরিচয় ধরে রাখতে হলে সুস্থ সংস্কৃতি চর্চা করা প্রয়োজন। ত্রিপুরায় জাতি-জনজাতির এক মিশ্র সংস্কৃতির চিত্র লক্ষ্য করা যায়। বর্তমান রাজ্য সরকার প্রতিটি জাতি গোষ্ঠীর হারিয়ে যাওয়া সংস্কৃতি রক্ষায় বদ্ধপরিকর। রাজ্য সরকার তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহায়তায় হারিয়ে যাওয়া সংস্কৃতি বাঁচিয়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, এরকম অনুষ্ঠান আগামী প্রজন্মের কাছে অনুকরণীয়।

অনুষ্ঠানে বাংলা সংস্কৃতি বলয়ের সভাপতি সেবক ভট্টাচার্য স্বাগত ভাষণে বলেন, ২০২৩ সালের ১০ ডিসেম্বর মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার অনুপ্রেরণায় এই উৎসবের সূচনা হয়। আজ এই উৎসবের ৭২তম সাপ্তাহিক সংস্কৃতি হাট। এই সংস্কৃতি হাটের মাধ্যমে বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরার প্রয়াস জারি থাকবে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক শানিত দেবরায়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ শীল, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রাণী দাস, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে, বাংলা সংস্কৃতি বলয় আগরতলা সংসদের সভাপতি নির্মল কুমার দেব প্রমুখ।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.