Hare to Whatsapp
প্রধানমন্ত্রীর আহ্বান আবেদন জানালেন মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ৪, : মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরার জনগণকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির আবেদন অনুসরণ করতে অনুরোধ করেছেন।
আগামী ৫ এপ্রিল, রবিবার রাত ৯ টায় ঘরের সব লাইট বন্ধ করে ঘরের দরজা, ব্যালকনিতে বা বারান্দায় দাঁড়িয়ে ৯ মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য আহবান করেছেন।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ভিডিও বার্তায় বলেন "যখন মানুষ তাদের ঘরের আলোকসজ্জা বন্ধ করবে এবং সারা দেশে মোমবাতি, মোবাইল ফ্ল্যাশলাইট এবং টর্চ জ্বালাবে, তখন এটি একটি নতুন সাহস, নতুন আশা এবং নতুন চেতনা নিয়ে আসবে যা আমাদের কোভিড-১৯ কে পরাস্ত করতে উৎসাহ বাড়াবে"।
গোটা দেশের সঙ্গে রাজ্যের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে জনতার কারফিউ পালন করে শঙ্খ, ঘন্টা, কাশি ইত্যাদি বাজিয়েছেন, একই রকমভাবে প্রধানমন্ত্রীর আহ্বান অনুযায়ী আগামী ৫ তারিখ রাত নটায় এভাবেই নয় মিনিটের জন্য প্রদীপ জ্বালিয়ে মানুষ বাড়ির সামনে দাঁড়াবেন বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।