Share Whatsapp

ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলিকে আগামীদিনে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে : পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুন ৪, : ত্রিপুরার পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে। এই লক্ষ্যে ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেড ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে রাজ্য পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার উদ্যোগ গ্রহণ করেছে। ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান তথা পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী ৩ জুন গীতাঞ্জলি অতিথি নিবাসে পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরসের ৩৫তম সভায় একথা বলেন। তিনি বলেন, ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলিকে আগামীদিনে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। বৈঠকে বোর্ড অব ডিরেক্টরগণ নিজ নিজ মতামত ব্যক্ত করেন।

সভায় আলোচনার সূচনা করেন পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত সচিব এল টি দার্লং। তিনি ২০২৩ সালের ৩ জানুয়ারি পর্যটন নিগমের ৩৪তম বোর্ড অব ডিরেক্টরসের সভা এবং অ্যাকশন টেকেন রিপোর্ট তুলে ধরেন। ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের এম ডি তপন কুমার দাস সভায় জানান, স্বদেশ দর্শন ২.০ স্কিমে আগরতলা, ঊনকোটি, ডম্বুর, উদয়পুর এবং ছবিমুড়া এই পাঁচটি প্রকল্পের প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার আগরতলা এবং ঊনকোটি এই দুটি প্রকল্পের অনুমোদন করেছে। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে আইপিই গ্লোবাল লিমিটেড। তিনি বলেন, স্পেশাল অ্যাসিসটেন্স টু স্টেটস ফর ক্যাপিটেল ইনভেস্টমেন্ট প্রকল্পে দুর্গাবাড়ি চা মিউজিয়াম ও চা বাগান উন্নয়ন, লুধুয়া চা পর্যটন উন্নয়ন, ব্রহ্মকুন্ড ইকো ট্যুরিজম উন্নয়ন, শচীন্দ্রনগর ইকো পর্যটন উন্নয়ন, ডম্বুর লেকে হাউস বোট নির্মাণ, কমলাসাগর ও দেবীপুরে ইকো ট্যুরিজম উন্নয়ন, গন্ডাতুইসায় ৩০টি ট্যুরিস্ট কক্ষ নির্মাণ এবং মহাদেব দীঘিতে ওয়াটার ফ্রন্ট ডেভেলপমেন্টের জন্য ৮টি প্রকল্প অর্থ দপ্তরের নিকট অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এতে মোট ১২৮.৬০ কোটি টাকা ব্যয় হবে।

সভায় পর্যটন নিগমের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য তথা পূর্ত সচিব অভিষেক সিং, রাজ্যের প্রধান মুখ্য বন সংরক্ষক কে এস শেঠি, চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন প্রবীণ আগরওয়াল, পর্যটন দপ্তরের যুগ্ম অধিকর্তা জয়ন্ত দেববর্মা, সহঅধিকর্তা মৃণাল কান্তি দাস, স্বরাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি সুমিতা চক্রবর্তী, অর্থ দপ্তরের অবর সচিব পৃথ্বীরাজ দেবনাথ প্রমুখ আলোচনায় অংশ নেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.