Hare to Whatsapp
রাজ্যের অর্থনৈতিক বিকাশে সমবায়ের বিশেষ ভূমিকা রয়েছে : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ৩, : রাজ্যের অর্থনৈতিক বিকাশে সমবায়ের বিশেষ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে গ্রামীণ এলাকাগুলিতে ল্যাম্পস ও প্যাক্সগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২ জুন সচিবালয়ের ২ নং কনফারেন্স হলে সমবায় দপ্তরের পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বলেন, ল্যাম্পস ও প্যাক্সগুলির কর্মক্ষমতা আরও বাড়াতে হবে। এই কাজে সমবায় দপ্তরকে আরও উদ্যোগী হতে হবে।
পর্যালোচনা সভায় সমবায় দপ্তরের সচিব তাপস রায় দপ্তরের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং আগামীদিনে দপ্তরের কর্মপরিকল্পনা সচিত্র প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেন। তিনি জানান, রাজ্যের প্রত্যেক গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজে ন্যূনতম একটি সমবায় সমিতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে ইতিমধ্যেই ৯০ শতাংশ সাফল্য পাওয়া গেছে। এখন পর্যন্ত রাজ্যে ৩ হাজার ৮৭৫টি সমবায় সমিতি গঠন করা হয়েছে। গ্রামীণ এলাকার এই সমবায় সমিতিগুলিতে ৮ লক্ষ ৭১ হাজার সদস্য রয়েছেন। পর্যালোচনা সভায় সচিব জানান, ইজ অব ডুয়িং বিজনেসের মাধ্যমে সমবায় দপ্তর ইতিমধ্যেই সিঙ্গল উইন্ডো স্বাগত পোর্টালের মাধ্যমে সমবায় সমিতিগুলির অনলাইন নিবন্ধন চালু করেছে। রাজ্যে ২১২টি প্যাক্স ও ৫৬টি ল্যাম্পসকে কম্পিউটারাইজড করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য ব্যয় হবে ১০ কোটি ৪৮ লক্ষ টাকা। নাবার্ডের মাধ্যমে এই প্রকল্প রূপায়িত হবে। রাজ্যে এখন পর্যন্ত ১০২টি ল্যাম্পস ও প্যাক্সকে কমন সার্ভিস সেন্টারের রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে।
পর্যালোচনা সভায় সমবায় দপ্তরের সচিব জানান, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রাজ্যের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ককে শিডিউন্ড ব্যাঙ্ক হিসেবে ঘোষণা করেছে। রাজ্যে বর্তমানে এই ব্যাঙ্কের ৬৬টি শাখা রয়েছে। ২০২০-২১ সালে নাবার্ড ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ককে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা ব্যাঙ্ক হিসেবে স্বীকৃতি দিয়েছে। সভায় সচিব আরও জানান, ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রাজ্যে আরও ১৪টি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কের শাখা খোলার অনুমোদন দিয়েছে। পর্যালোচনা সভায় গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়নের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সচিব জানান, রাজ্যে ১৪৩টি প্রাইমারি মিল্ক প্রডিউসার্স সোসাইটি থেকে গোমতী ডেয়ারির জন্য দুধ সংগ্রহ করা হচ্ছে। এই প্রাইমারি মিল্ক প্রডিউসার্স সোসাইটির সাথে ৬ হাজার ৩৪ জন গো-পালক যুক্ত রয়েছেন। আগরতলা শহরে গোমতী ডেয়ারির ১৩টি মিল্ক পার্লার রয়েছে।
পর্যালোচনা সভায় আগরতলা কোঅপারেটিভ আরবান ব্যাঙ্ক লিমিটেড, ত্রিপুরা মার্কফেড, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, প্রধান সচিব পুনীত আগরওয়াল, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী, সমবায় দপ্তরের নিয়ামক এস মগ, যুগ্ম নিয়ামক এন আর চক্রবর্তী, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কের এমডি বি সি রায় প্রমুখ।