Hare to Whatsapp
টাউনশিপ প্রকল্পে নির্মিত ফ্ল্যাটে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ৩১, : ত্রিপুরা আরবান প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট অথরিটি (টুডা)'র উদ্যোগে যেসব টাউনশিপ প্রকল্পের কাজ চলছে তা গুণমান বজায় রেখে দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে। এ সমস্ত টাউনশিপ প্রকল্পসমূহ রূপায়ণের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তা দ্রুত নিরসনের উদ্যোগ নিতে হবে। ৩০ মে সচিবালয়ের ২ নং সভাকক্ষে ত্রিপুরা আরবান প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট অথরিটি (টুডা)'র পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। সভায় মুখ্যমন্ত্রী টাউনশিপ প্রকল্পে যে ফ্ল্যাটগুলি নির্মিত হচ্ছে তাতে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা রাখার জন্য পরামর্শ দেন। উল্লেখ্য, আগরতলার কামান চৌমুহনির বিবেকানন্দ মার্কেটের সন্নিকটে ও কুঞ্জবন এলাকায় টাউনশিপ প্রকল্পের কাজ চলছে। সভায় ত্রিপুরা আরবান প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট অথরিটির বিভিন্ন টাউনশিপ প্রকল্পের বর্তমান অবস্থা এবং শহর এলাকার উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, তথ্য ও প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্যে, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী, টুডা'র সদস্য স্বপন সাহা সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষের মধ্যে ফ্ল্যাট কেনার প্রবণতা রয়েছে। তাই টুডা'র অধীনে আগরতলায় যেসব ফ্ল্যাট নির্মিত হচ্ছে তা আরও বেশি করে প্রচারের জন্য দপ্তরকে নির্দেশ দেন। পাশাপাশি এই ফ্ল্যাটগুলিকে একটি নির্দিষ্ট শর্তাবলির আওতায় রাখার জন্যও তিনি পরামর্শ দেন, যাতে ফ্ল্যাটের মালিকানা যথাযথ বজায় থাকে। মুখ্যমন্ত্রী টুডার প্রকল্পসমূহ রূপায়ণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পকে কাজে লাগাতে সভায় গুরুত্ব আরোপ করেন। আগরতলার গোলচক্কর এলাকায় নির্মীয়মান লাইটহাউস প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। সুপরিকল্পিতভাবে টুডার কাজকর্ম পরিচালনার জন্য অর্থনৈতিক উপদেষ্টা নিযুক্তির বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
সভায় পাওয়ারপয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে টুডা'র বিভিন্ন নির্মাণ প্রকল্প যেমন বিবেকানন্দ টাউনশিপ, কুঞ্জবন টাউনশিপ, লাইটহাউস এবং এডিবি প্রকল্পের বর্তমান অবস্থা ও অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি বিষয় টুডা'র কমিশনার তমাল মজুমদার তুলে ধরেন। এছাড়াও টুডা'র সর্বশেষ বৈঠকে গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে তা তুলে ধরা হয়। বিবেকানন্দ মার্কেট এলাকায় টাউনশিপ প্রকল্পে জি প্লাস ফোর বিশিষ্ট মোট ৪৮টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। ইতিমধ্যেই ৪৮টি ফ্ল্যাটের বুকিং হয়ে গেছে বলে সভায় জানানো হয়। ভগৎ সিং হোস্টেল সংলগ্ন কুঞ্জবন টাউনশিপ প্রকল্প, আখাউড়া গোলচক্করে লাইটহাউস প্রকল্পের কাজ চলছে। লাইটহাউস প্রকল্পে ১,০০০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। ইতিমধ্যেই ফ্ল্যাটের জন্য সুবিধাভোগীদের নির্বাচন করা হয়েছে বলে কমিশনার জানান। তাছাড়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সহায়তায় রাজ্যের ৭টি জেলা সদর দপ্তর ও ১৩টি নগর সংস্থার শহরগুলিতে পরিকাঠামোর উন্নয়ন করা হবে। এই প্রকল্পে প্রথম পর্যায়ে রাজ্যের ১২টি শহরের পানীয়জল, রাস্তাঘাট ও ড্রেনেজ ইত্যাদি কাজের জন্য এডিবি ৫৩০.৫৪ কোটি টাকা অনুমোদন করেছে। সভায় কমিশনার শ্রী মজুমদার টুডার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করেন।