Hare to Whatsapp
সংখ্যালঘু অংশের মানুষের কল্যাণে সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে : সংখ্যালঘু কল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ৩১, : সংখ্যালঘু অংশের মানুষের কল্যাণে ও উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। রাজ্যে শান্তি ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় করে এই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই কাজে সবাইকে সামিল হতে হবে। ৩০ মে সন্ধ্যায় হজ ভবনে রাজ্যের হজযাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন সংখ্যালঘু কল্যাণমন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এবছর ১৬৩ জন হজে যাচ্ছেন। এদের মধ্যে ৫১ জন মহিলা রয়েছেন। সংখ্যালঘু কল্যাণমন্ত্রী হজযাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ২০১৮ সালের পর সারা দেশে ত্রিপুরার গুরুত্ব বেড়েছে। এ প্রসঙ্গে তিনি আগরতলায় জি-২০ সম্মেলন আয়োজনের কথা উল্লেখ করেন। হজযাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজ্য সরকার সব সময়েই আপনাদের পাশে রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান মো: জসিমউদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান মো: জসিমউদ্দিন, সংখ্যালঘু কল্যাণ দপ্তরের সচিব তাপস রায়, হজ কমিটির পূর্বতন চেয়ারম্যান ফয়জুল রহমান, সমাজসেবী রাজীব ভট্টাচার্য প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন রাজ্য হজ কমিটির এক্সিকিউটিভ অফিসার কবিতা দেববর্মা। উপস্থিত ছিলেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তা দশরথ দেববর্মা ও মৎস্য দপ্তরের অধিকর্তা মোসলেমউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে হজযাত্রীদের হাতে অতিথিগণ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।