Share Whatsapp

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণা ও দক্ষ নেতৃত্বে আগামীদিনে ত্রিপুরা বিকাশের পথে আরও এগিয়ে যাবে - মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মে ২৮, : রাজ্য সরকার ২০৪৭ পর্যন্ত রাজ্যের সার্বিক উন্নয়নের রূপরেখা নির্দিষ্ট করে ২০২২ সালের ২১ জানুয়ারি পূর্নরাজ্য দিবস উপলক্ষে ‘লক্ষ্য-২০৪৭' শীর্ষক ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছে। রাজ্যে শিল্পের বিকাশে খাদ্য প্রক্রিয়াকরণ, রাবার, চা, বাঁশ ভিত্তিক শিল্প, হস্তশিল্প, কৃষি ও উদ্যান ফসল ভিত্তিক অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজেসের (এমএসএমই) ইউনিটগুলিকে রাজ্য সরকার সহায়তা দিচ্ছে। কেননা এমএসএমই ক্ষেত্রের উন্নয়ন বাংলাদেশের সাথে বাণিজ্যের সম্প্রসারণে সহায়তা করছে। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণা ও দক্ষ নেতৃত্বে আগামীদিনে ত্রিপুরা বিকাশের পথে আরও এগিয়ে যাবে। ২৭ মে নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবগণ ও নীতি আয়োগের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেন, উল্লিখিত এমএসএমইগুলির জন্য মূলধনী ভর্তুকী, কমখরচে বিদ্যুৎ ইত্যাদি সহায়তাও দেওয়া হচ্ছে ‘ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন ইনসেনটিভ স্কিম (টিআইআইপিআইএস) ২০২২'-এর অধীনে। ত্রিপুরাকে দেশের মধ্যে আগর বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে এবং ২০২৫-র মধ্যে ২০০০ কোটি টাকা মূল্যের আগর অর্থনীতির সুযোগ নিতে রাজ্য সরকার ‘ত্রিপুরা আগরউড পলিসি-২০২১' প্রকাশ করেছে। তিনি বলেন, রাজ্য সরকার বিনিয়োগ বাড়াতে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে উন্নয়নমুখী প্রশাসন চালাতে অঙ্গিকারবদ্ধ। সরকার ইতিমধ্যে উৎপাদন নির্ভর শিল্পে বেসরকারি বিনিয়োগ টানতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সেই উদ্দেশ্যেই ‘স্বাগত’ পোর্টালের মাধ্যমে প্রাপ্ত বিনিয়োগের প্রস্তাবগুলিকে ‘সিঙ্গল উইন্ডো সিস্টেমে' অনুমোদন দেওয়ার ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। এই পোর্টালে ১৭টি দপ্তরের ৬০টি পরিষেবা দেওয়া হচ্ছে যাতে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন অনুমোদন তাড়াতাড়ি দেওয়া যায়

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার তার মূলধনী ব্যয় ২০২০-২১-এর ৮৩৫.০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০২২-২৩ বছরে ২২০০ কোটি টাকা করেছে অর্থাৎ বার্ষিক বৃদ্ধি হয়েছে ৬২ শতাংশ। নর্থ-ইস্ট গ্লোব্যাল ইনভেস্টস সামিট-২০২৩-এর প্রাক্কালে রাজ্য সরকার ডোনার মন্ত্রকের সাথে মিলে রাজ্যে বিনিয়োগের সম্ভাবনাকে খতিয়ে দেখতে একটি গোল টেবিল সম্মেলন করেছে। এই সম্মেলনের ফলে দেশী ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সাথে ৩৩৮.০০ কোটি টাকা মূল্যের মৌ স্বাক্ষরিত হয়েছে। শিল্পোন্নয়নের জন্য ২ হাজার একর জমি চিহ্নিতকরণ, পিপিপি প্রকল্প, বিশেষ আর্থিক জোন স্থাপন ইত্যাদি উদ্যোগ ও রাজ্য সরকার নিয়েছে এবং রাজ্যের ১৫টি শিল্প নগরীয় উন্নয়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও ঋণ দিতে রাজি হয়েছে। বিমান যাত্রীদের সুবিধার্থে রাজ্য সরকার এভিয়েশন টার্বাইন ফিউল-এ ১ শতাংশ ভ্যাট কমিয়ে দিয়েছে।

নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা-চট্টগ্রামের মধ্যে বিমান পরিষেবাকে উৎসাহ দিতে রাজ্য সরকার বার্ষিক ১৪ কোটি টাকা ভর্তুকী দিয়েছে। বিজনেস রিফর্মস অ্যাকশন প্ল্যান (বিআরএপি) ২০২০-র রিপোর্টে ত্রিপুরাকে বাণিজ্যিক ক্ষেত্রে প্রগতিশীল শ্রেণীতে অন্তর্ভূক্ত করা হয়েছে এবং বাণিজ্যিক সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে উচ্চপর্যায়ে রাখা হয়েছে। সরকারের ইজ অব ডুয়িং বিজনেস নীতিকে আইনী সমর্থন দেওয়ার লক্ষ্যে ‘ত্রিপুরা ইন্ডাস্ট্রীজ (ফ্যাসিলিটেশন) অ্যাক্ট ২০১৮' প্রনীত হয়েছে। তেমনি ‘দ্য ত্রিপুরা গ্যারান্টিড সার্ভিসেস টু সিটিজেনস অ্যাক্ট ২০২০'-এর মাধ্যমে সময়মত পরিষেবা প্রদানের প্রচেষ্টা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘মহিলাদের ক্ষমতায়নের জন্য ত্রিপুরা রাজ্য পলিসি ২০২২' রাজ্য প্রণয়ন করেছে। রাজ্যে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে এতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারি চাকুরিতে রাজ্যে মহিলাদের জন্য ৩৩ শতাংশ পদ সংরক্ষণ রাখা হয়েছে। ত্রিপুরা স্টেট রাইফেলসে শুধুমাত্র মহিলাদের নিয়ে একটি ব্যাটেলিয়ান গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের আর্থিক দিক দিয়ে স্থিতিশীল করার লক্ষ্যে এবং তাদের বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যে রাজ্য সরকার মহিলাদের নিয়ে স্বসহায়ক দল গঠনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, গ্রামীণ গরিব অংশের ৪, ১৬,২৯২ জন মহিলা ৪৬,৪৭৫টি মহিলা স্বসহায়ক দল, ১,৯৫০টি ভিলেজ অর্গানাইজেশন ও ৮৮টি ক্লাস্টার লেভেল ফেডারেশনের (সিএলএফ) সাথে যুক্ত রয়েছেন। এই প্রতিষ্ঠানগুলি মহিলা স্বসহায়ক দলগুলির প্রয়োজনীয়তাকে মেটানোর জন্য ৪০১.৯০ কোটি টাকা রিভলভিং ফান্ড (আরএফ) হিসেবে এবং কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) হিসেবে মঞ্জুর করেছে। এছাড়া মহিলা স্বসহায়ক দলগুলি যাতে বিভিন্ন বৃত্তিমূলক কাজে অংশ নিতে পারে সেজন্য এই দলগুলিকে ৭২৪.৯২ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ হিসেবে দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, অনাথ, শিশু এবং মায়েদের স্বাস্থ্যের উন্নতি করতে, তাদের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তুলতে, নিরাপদ প্রসব সুনিশ্চিত করা, অসংক্রামক রোগের ঝুঁকি কমিয়ে আনা ও রক্তাল্পতার হার কমিয়ে আনার লক্ষ্যে রাজ্য সরকার অবিরাম কাজ করে চলেছে। তিনি বলেন, রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাত্র পুষ্টির উপহার নামে একটি নতুন প্রকল্প চালু করেছে যাতে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের (ডিবিটি) মাধ্যমে প্রত্যেক গর্ভবতি চাহিদা মেটাতে এবং তাদের স্বাস্থ্যের অন্যান্য বিষয়ের দিকে নজর রেখে প্রধানমন্ত্রী মাত্র পুষ্টি বন্দনা যোজনা রূপায়ণ করছে। মুখ্যমন্ত্রী বলেন, শিশুরা যাতে পর্যাপ্ত পুষ্টিকর খাবার পেতে পারে সেই লক্ষ্যে চিফ মিনিস্টারস পোষণ অভিযানের মাধ্যমে নজর রাখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, স্থানীয় দক্ষতা এবং পরম্পরার বিকাশ ও সংরক্ষণে রাজ্য সরকার ব্যাপকভাবে ‘ভোক্যাল ফর লোক্যাল' নীতি প্রচার করে চলেছে। স্থানীয় উন্নয়নের জন্য স্থানীয় সম্পদকে ব্যবহার করে ক্ষমতায়নের উদ্যোগ নেওয়ার লক্ষ্যেই এই নীতির ব্যাপক প্রচার চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য শিল্পক্ষেত্রে যেসব কাজের বা পেশার চাহিদা রয়েছে সেগুলিকে চিহ্নিত করার জন্য রাজ্যে একটি ‘স্কিল গ্যাপ স্ট্যাডি' শীর্ষক সমীক্ষা করা হয়েছে।

এই সমীক্ষা করা হয়েছে রাজ্যের যেসমস্ত প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় সেগুলির উপর নির্ভরশীল শিল্পগুলিতে। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পর্যটকদের কাছে রাজ্যকে আরও আকর্ষণীয় করে তুলতে রাজ্য সরকার একটি সার্বিক পরিকল্পনা নিয়েছে। সেজন্য ১ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব রাখা হয়েছে। এই লক্ষ্যে রাজ্যের সর্বত্র উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পর্যটকদের জন্য থাকার জায়গার ব্যবস্থা করা, পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামোর উন্নয়ন ও উপযুক্ত মানবসম্পদ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আয়ুর্বেদিক পার্ক, পঞ্চকর্ম কেন্দ্র, যোগ ব্যায়াম ও ওয়েলনেস কেন্দ্র, নেচারোপ্যাথি কেন্দ্রের মতো পরিকাঠামো গড়ে তুলে ত্রিপুরাকে একটি চিকিৎসা কেন্দ্রিক সুস্বস্থ্যের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার ‘ত্রিপুরা মেডিক্যাল ট্যুরিজম পলিসি' চালু করার উদ্যোগ নিয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, পিএম গতিশক্তি প্রকল্প বাস্তবায়নে রাজ্যকে ‘ফার্স্ট মুভার' রাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই প্রকল্পে ১০৯.১৯ কোটি টাকা মূল্যের ৮টি প্রকল্প চিহ্নিত করে অর্থ মঞ্জুরির জন্য ভারত সরকারের ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রি এন্ড ইন্টারনেল ট্রেডের (ডিপিআইআইটি) কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪টি প্রকল্পের জন্য ৩৫ কোটি টাকা ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীন ব্যয় দপ্তরের মঞ্জুরি পাওয়া গেছে। দ্য ত্রিপুরা ইন্টিগ্রেটেড লজিস্টিক পলিসি-২০২২ তৈরি করা হয়েছে এবং ২০২৩ সালের ১৬ জানুয়ারি তা বিজ্ঞাপিত হয়েছে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.