Hare to Whatsapp
মৎস্যচাষ ও প্রাণীপালনে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির বিষয়ে বেকারদের সচেতন ও উৎসাহিত করতে হবে : মৎস্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ২১, : প্রাণীজ খাদ্য উৎপাদনে ত্রিপুরাকে স্বয়ংসম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হতে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে মৎস্যচাষ, প্রাণীপালনে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন প্রাণীসম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ২০ মে শান্তিরবাজারের মুহুরীপুরে নবনির্মিত মৎস্যচাষ শিক্ষাকেন্দ্রের উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাণীপালন ও মৎস্যচাষ করতে হবে। তিনি বলেন, মৎস্যচাষ ও প্রাণীপালনে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির বিষয়ে বেকারদের সচেতন ও উৎসাহিত করতে হবে। এজন্য তিনি দপ্তরের কর্মী ও আধিকারিকদের আরও আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ ও সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, সঠিক জ্ঞান ও শিক্ষা ছাড়া কোনও বিষয়ে সাফল্য লাভ করা সম্ভব নয়। তাই এই মৎস্য শিক্ষাকেন্দ্র থেকে জ্ঞান নিয়ে মৎস্য ও প্রাণীপালনে বেকারদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
২ কোটি ১৯ লক্ষ ৪৫ হাজার ৬৭৫ টাকা ব্যয়ে এই মৎস্যচাষ শিক্ষাকেন্দ্র নির্মাণ করা হয়। মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্র, মৎস্য দপ্তরের অধিকর্তা এম ইউ আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জেলার মৎস্য উপঅধিকর্তা সুকেশ চন্দ্র মজুমদার। দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান রবি নম: অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রাণীসম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রাবাস এবং বীরচন্দ্রমনুর শূকর প্রজনন খামারও পরিদর্শন করেন। তিনি মহকুমার কয়েকজন প্রাণীপালকের সঙ্গে মতবিনিময় করেন এবং ফার্ম পরিদর্শন করেন।