Share Whatsapp

নেশার বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে হবে : প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মে ২০, : সমাজ থেকে ড্রাগস, গাঁজা সহ অন্যান্য মাদক দ্রব্যকে পুরোপুরিভাবে নির্মূলীকরণের লক্ষ্যে ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে ১৯ মে থেকে প্রজেক্ট ‘মুক্তি’ চালু করা হয়েছে। প্রজেক্ট মুক্তির মধ্য দিয়ে ত্রিপুরাকে নেশামুক্ত করে তোলার লক্ষ্যে ব্যাপকহারে জনসচেতনতা গড়ে তোলার পাশাপাশি ড্রাগ ব্যবসার সাথে যুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। ১৯ মে ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি তথা ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের পেট্রন ইন চিফ অপরেশ কুমার সিং মুক্তি বুকলেটের আবরণ উন্মোচন করে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং বলেন, প্রজেক্ট মুক্তি একটি অসাধারণ ও ভিন্ন ধরণের কর্মসূচি। এই কর্মসূচি ত্রিপুরার জনগণের জন্য নেওয়া হয়েছে। এই কর্মসূচির সফল বাস্তবায়ণের জন্য সকলকে সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নেশার বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের নেটওয়ার্কের মাধ্যমে প্যারা লিগ্যাল ভলান্টিয়ারদের আরও সক্রিয় করে তুলতে হবে। পুলিশ প্রশাসনের পাশাপাশি গ্রামপঞ্চায়েত, ভিলেজ কমিউনিটি, সামাজিক সংস্থাগুলিকেও সমানভাবে সক্রিয় হতে হবে। তিনি বলেন, যারা ইতিমধ্যে ড্রাগে আসক্ত হয়েছেন তাদের জন্য প্রয়োজনীয় সুবিধাযুক্ত ডি-অ্যাডিকশান সেন্টার পর্যাপ্ত পরিমাণে গড়ে তুলতে হবে যাতে করে আসক্তরা সহজে চিকিৎসার পাশাপাশি পুনর্বাসন পেতে পারেন। তিনি ত্রিপুরাকে ড্রাগ মুক্ত হিসেবে গড়ে তোলার কাজে সকলের সহযোগিতা চেয়েছেন। অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি তথা ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান টি অমরনাথ গৌড়, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি তথা হাইকোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান এ লোধ, ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্যসচিব দাতামোহন জমাতিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। একইসাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারা রাজ্য থেকে সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট আধিকারিকগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড়, বিচারপতি এ লোধ, ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্যসচিব দাতামোহন জমাতিয়া প্রমুখ ত্রিপুরাকে নেশামুক্ত করে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।




You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.