Hare to Whatsapp
রাণীরবাজারে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শীঘ্রই শুরু হবে : পরিবহণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ১৬, : ভারতমালা প্রকল্পে রাণীরবাজারে জাতীয় সড়ক প্রশস্ত করার বিষয়ে ১৫ মে এক সভা অনুষ্ঠিত হয়। রাণীরবাজারের গীতাঞ্জলি হলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী। সভায় পরিবহণমন্ত্রী জানান, জাতীয় সড়কের রাণীরবাজার অংশের প্রশস্ত করার কাজ খুব শীঘ্রই শুরু হবে। সভায় পরিবহণমন্ত্রী জাতীয় সড়কের রাণীরবাজার অংশের প্রশস্তকরণের কাজ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, রাণীরবাজার পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, অতিরিক্ত জেলাশাসক রজত পন্থ, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা, এনএইচআইডিসিএল- এর জেনারেল ম্যানেজার রাজেন্দর কুমার তিন্ডওয়াল, পূর্ত দপ্তরের জিরানীয়া ডিভিশনের নির্বাহী বাস্তুকার, ডিসি কুমারদীপ সরকার, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক সহ এই প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন আধিকারিকগণ।