রাজ্য সরকার নিয়ম ও নিয়োগনীতি মেনে চাকরি প্রদান করছে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ২০, : বর্তমান রাজ্য সরকার টি.পি.এস.সি., জে.আর.বি.টি. বা অন্যান্য সংস্থার মাধ্যমে স্বচ্ছতার সাথে বেকার যুবক-যুবতীদের মধ্যে সরকারি চাকরি প্রদান করছে। গত ৭ বছর ধরে এই প্রক্রিয়া চলছে। রাজ্য সরকার সরকারি নিয়ম ও নিয়োগনীতি মেনে চাকরি প্রদান করছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ১৯ এপ্রিল গোর্খাবস্তিস্থিত খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের কনফারেন্স হলে নতুন ১১ জন স্মল সেভিংস ইনস্পেক্টরের মধ্যে অফার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। টি.পি.এস.সি.-র মাধ্যমে এই পদে নিয়োগ করা হয়েছে। এই ১১ জনের মধ্যে সাতজন যুবক ও ৪ জন যুবতী রয়েছেন। আজ উপস্থিত ৮ জন যুবক-যুবতীর মধ্যে অফার বিলি করা হয়। পরে ৩ জনকে দেওয়া হবে। স্মল সেভিংস, গ্রুপ ইন্সটিটিউশন এবং ইন্সটিটিউশনাল ফিনান্স দপ্তর এই অফার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, বর্তমান সরকারের সময়ে বিভিন্ন দপ্তরে যে শূন্যপদ রয়েছে তা পূরণের জন্য সরকার প্রচেষ্টা নিয়েছে। তিনি বলেন, স্মল সেভিংস দপ্তর রাজ্য সরকারের এক গুরুত্বপূর্ণ দপ্তর। এই দপ্তর সঞ্চয় যাতে বাড়ে তার কাজ করে। সিডি রেশিও বাড়লে আমরা বুঝবো ব্যাঙ্কগুলি বেশি পরিমাণে বিনিয়োগ করছে। ফলে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হয়। তিনি বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন কাজ ব্যাঙ্কের মাধ্যমে করা হয়। এই দপ্তর মনিটরিংয়ের দায়িত্ব পালন করে। এই দপ্তর রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।

চিটফান্ড ও মাইক্রো ফিনান্স সংস্থার প্রসঙ্গ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে চিটফান্ডে বহু মানুষ প্রতারিত হয়েছেন। ভারত সরকারের নির্দেশ অনুযায়ী তাদের সম্পত্তি অকশন করে এর অর্থ সরকারের অ্যাকাউন্টে জমা রাখা হচ্ছে। পরে তাদেরকে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হবে। তিনি অফার প্রাপকদের উদ্দেশ্যে বলেন, সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। নিজের পারফরমেন্স বাড়াতে হবে৷ তবেই ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। তিনি দপ্তরকে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দেন এবং দপ্তরের আধিকারিকদের তাদের সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় অফার প্রাপকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এই দপ্তর স্বল্প সঞ্চয় এজেন্টদের মাধ্যমে রাজ্যে স্বল্প সঞ্চয়ে অর্থ সঞ্চয় বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। 2024-25 অর্থবছরে রাজ্যে সি.ডি. (ক্রেডিট ডিপোজিট) রেশিও-র হার রয়েছে ৫১ শতাংশ। স্বাগত ভাষণে স্মল সেভিংস, গ্রুপ ইন্সটিটিউশন এবং ইন্সটিটিউশনাল ফিনান্স দপ্তরের অধিকর্তা রাখী বিশ্বাস বলেন, এই দপ্তরের অধীনে মোট ৩৩৬৬ জন এজেন্ট রয়েছেন। তিনি দপ্তরের নানা কর্মসূচি তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ অফার প্রাপকদের হাতে অফারগুলি তুলে দেন। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন স্মল সেভিংস, গ্রুপ ইন্সটিটিউশন এবং ইন্সটিটিউশনাল ফিনান্স দপ্তরের যুগ্ম অধিকর্তা অ্যামেলিয়া রিয়াং।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.