Hare to Whatsapp
রাজ্যে বছরে প্রায় ৪০-৪২ হাজার ইউনিট রক্তের প্রয়োজনীয়তা রয়েছে
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ১৪, : রক্তদানে মানুষের মধ্যে রক্তের সম্পর্ক গড়ে উঠে। মানুষ মানুষের জন্য এটাই রক্তদানে প্রমাণিত হয়। ১৩ মে সকালে বনমালীপুর রামঠাকুর সেবা মন্দিরে আয়োজিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। কৈবল্যধামের চতুর্থ মোহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দোপাধ্যায়ের তিরোধান দিবস উদযাপন উপলক্ষে এই রক্তদান উৎসবের আয়োজন করা হয়।
রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডা. সাহা আরও বলেন, জনসংখ্যার হিসাবে রাজ্যে বছরে প্রায় ৪০ থেকে ৪২ হাজার ইউনিট রক্তের প্রয়োজনীয়তা রয়েছে। সেক্ষেত্রে 2022-23 (২৮ ফেব্রুয়ারি) অর্থবছরে হিসাব অনুযায়ী প্রায় ৩৮ হাজার ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে। তিনি বলেন, এরাজ্যে রক্তদানের ইতিহাস অনেক পুরানো। বিভিন্ন সময়ে যখনই স্বেচ্ছা রক্তদানের আহ্বান জানানো হয়েছিল তখনই স্বতঃস্ফূর্তভাবে সবাই রক্তদানে এগিয়ে এসেছেন। এবারেও বিধানসভা নির্বাচনের সময়ে যখন রক্তের ঘাটতি দেখা দেয় তখনই রাজ্য সরকারের পক্ষ থেকে স্বেচ্ছা রক্তদানের আহ্বান জানানো হয়েছিল। সরকারের আহ্বানে বিভিন্ন ক্লাব, সংস্থা, সংগঠন, এনএসএস এবং ছাত্রছাত্রী সহ বিভিন্ন প্রতিষ্ঠান স্বেচ্ছা রক্তদানে এগিয়ে এসেছে। মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের কোন বিকল্প নেই। এই রক্তদানের মাধ্যমে অন্যরাও উদ্বুদ্ধ হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, রক্তের অভাবে যাতে কোন মুমুর্ষু রোগীর মৃত্যু না হয় তারজন্য স্বেচ্ছা রক্তদানে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, রাজ্যে রক্তদান এখন উৎসবে পরিণত হয়েছে। এই আয়োজন যাতে আরও বৃদ্ধি পায় তার জন্য অর্থমন্ত্রী সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। রক্তদান শিবির উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামঠাকুর সেবা মন্দিরের উপদেষ্টা তথা বরিষ্ঠ সম্পাদক সুবল কুমার দে। স্বাগত বক্তব্য রাখেন রামঠাকুর সেবা মন্দিরের সম্পাদক স্বপন কুমার বণিক।