Hare to Whatsapp
রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র হচ্ছে স্বাস্থ্য পরিষবা : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ১৩, : রোগীদের প্রতি আরও সহানুভূতিশীল ও মানবিক হতে চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত নার্সদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। ১২ মে সকালে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন উপলক্ষে অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, নার্সদের সহায়তা ছাড়া চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব নয়। তাদের উপরই মুমূর্ষু রোগীদের জীবন নির্ভরশীল। রোগী ও তাদের পরিজনদের সাথে আন্তরিক কথাবার্তা চিকিৎসা পরিষেবাকে আরও গ্রহণযোগ্য করতে পারে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। অনেক সমস্যা আছে, সরকার এসব সমস্যা নিরসনের চেষ্টা করছে। মহিয়সী নারী এবং আধুনিক নার্সিং পরিষেবার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটেঙ্গেলের চিন্তা ভাবনা ও তাঁর আদর্শকে পাথেয় করেই চিকিৎসা পরিষেবায় নার্সদের এগিয়ে যাবার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী উপস্থিত রক্তদাতাদের সাথে কথা বলেন এবং তাদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বেচ্ছা রক্তদানে আরও এগিয়ে আসা প্রয়োজন। রাজ্যে প্রতিদিন রক্তের যে পরিমাণ চাহিদা রয়েছে তার তুলনায় যোগান কম। একমাত্র স্বেচ্ছা রক্তদানের মাধ্যমেই সেই ঘাটতি পূরণ সম্ভব। মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, স্বামীজী মানব ধর্ম পালনের কথা বলেছেন, রক্তদান হচ্ছে সেই মানব ধর্ম পালনের একটি দৃষ্টান্ত। একজন রোগীকে সেবা শুশ্রুষা দিয়ে সুস্থ করে তুলতে নার্সদের ভূমিকা রয়েছে। কোভিডের সময়কালে নার্সদের ভূমিকার কথা তিনি উল্লেখ করেন। যুদ্ধ ক্ষেত্রে মহিয়সী নারী ফ্লোরেন্স নাইটেঙ্গেলের সেই সময় রাত জেগে প্রদীপের আলো জ্বেলে আহত সৈন্যদের সেবা- শুশ্রুষার দৃষ্টান্তকে তিনি তুলে ধরেন। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। তিনি নার্সদের পেশাকে একটি মহান পেশা হিসাবে উল্লেখ করেন এবং নার্সেস দিবসের প্রেক্ষাপট তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব ড. দেবাশিস বসু, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা শুভাশিস দেববর্মা, অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারের সুপার ডা. এস দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ও অতিথিগণ ফ্লোরেন্স নাইটেঙ্গেলের ছবিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।