Hare to Whatsapp
জনগণের সমস্যা সমাধানে মিশন মুডে কাজ করতে হবে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ১১, : জনগণের সমস্যাগুলির সমাধানে মিশন মুডে কাজ করতে হবে। সমস্ত বিষয়কে সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। ১০ মে গোমতী জিলা পরিষদের কনফারেন্স হলে গোমতী জেলায় বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মসূচি নিয়ে জেলাভিত্তিক এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, প্রশাসন এবং জনপ্রতিনিধির মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তুলে মানুষের সমস্যাগুলি দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে। সভায় বিভিন্ন দপ্তরের সচিব ও অধিকর্তাদের নিয়ে মাসে অন্তত একটি জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক করার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলির সুফল মানুষের কাছে পৌঁছে দিতে
হবে।
পর্যালোচনা সভায় জলসম্পদ, এমজিএন রেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, শিক্ষা, কৃষি, বন, নগর উন্নয়ন, উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ, জল জীবন মিশন, বিদ্যুৎ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা ইত্যাদি দপ্তরের বিভিন্ন প্রকল্প রূপায়ণের উপর বিস্তারিত আলোচনা হয়। পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রঞ্জিত দাস সহ বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, সচিব ও অধিকর্তাগণ। পর্যালোচনা সভায় গোমতী জেলার জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জেলার সাফল্যের চিত্র তুলে ধরেন।
গোমতী জেলা সফরে এসে এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা গোমতী জিলা পরিষদ অফিসে ‘আমার সরকার' কন্ট্রোল রুমের উদ্বোধন করেন। এদিন তিনি মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত ১ নং ফুলকুমারী মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিদর্শন করেন। সেখানে তিনি ছোট ছোট শিশুদের মধ্যে চকলেট বিতরণ করেন।