Hare to Whatsapp
ভারতীয় রেল, বিমান সংস্থা গুলির ১৫ ই এপ্রিল থেকে বুকিং কি ইঙ্গিত লকডাউন প্রত্যাহারের ?
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ২, : যদিও করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার দেশের নানাস্থানে অব্যাহত রয়েছে । ইতিমধ্যে প্রান হারিয়েছে দেশে করোনা ভাইরাস সংক্রমনে ৫০ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯১ জন। আক্রান্ত প্রায় দু হাজার।
তবে খবর হলো খুব সম্ভবত ১৫ ই এপ্রিল থেকে লকডাউন হয় উঠে যাচ্ছে, নয় শিথিল করা হচ্ছে নানা ক্ষেত্র।
কেননা ভারতীয় রেলে ইতিমধ্যে ১৫ ই এপ্রিল থেকে বুকিং নিতে শুরু করেছে। তেমনি বেসরকারি বিমান সংস্থাগুলিও টিকিট বুকিং শুরু করেছে। ১৫ ই এপ্রিল থেকে বুকিং নিচ্ছে। তবে বিমানের বুকিং নেয়া হচ্ছে আন্তদেশীয়। বিমানের বিদেশের কোন বুকিং নেয়া হচ্ছে না। রেল ও আকাশ পথে বুকিং নেয়া শুরু করার মধ্য দিয়ে ইঙ্গিত দেয়া হচ্ছে লকডাউন প্রত্যাহারের। এদিকে করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পযালোচনা করেন। এই বৈঠকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের লকডাউন প্রত্যাহারের পরবর্তী পর্যায়ে কি কি ব্যবস্থা নিতে হবে তার আভাস দিয়েছেন। জেলা ভিত্তিক টাক্সফোর্স গঠনের সম্ভাবনা রয়েছে। তবে আজ সন্ধ্যা নাগাদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এক নির্দেশিকা জারি করতে পারে বলে খবর।
তবে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখাই যে মহামন্ত্র তা প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আজ পরিস্থিতি মোকাবেলায় ভারতের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে।