Hare to Whatsapp
সমস্ত দানের মধ্যে রক্তদান সবার উর্ধে : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ৮, : রক্তদান মহৎ দান। সমস্ত দানের মধ্যে রক্তদান সবার ঊর্ধ্বে। ৭ মে আগরতলার অরুন্ধতীনগরের এমবি টিলায় রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। রামকৃষ্ণসেবা সমিতির ১৫তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মুখ্যমন্ত্রী রক্তদাতাদের সাথে মিলিত হয়ে তাদের উৎসাহিত করেন। সমিতির প্রার্থনা গৃহে আয়োজিত এই রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী বলেন, একজন রক্তদাতার রক্তদানে শুধু মুমূর্ষু মানুষেরই প্রাণ বাঁচেনা, রক্তের পৃথকীকরণের মাধ্যমে আরও তিন চারজন উপকৃত হন। তিনি বলেন, রক্তদানের ফলে রক্তদাতা এবং রক্তগ্রহীতা উভয়ের মনে এক আলাদা অনুভূতির সৃষ্টি হয়। রক্তগ্রহীতা ভাবেন, রক্তদাতার রক্তে তার প্রাণ রক্ষা পেয়েছে। অন্যদিকে রক্তদাতাও ভাবেন, রক্তগ্রহীতার জীবন বাঁচাতে তার সামান্য হলেও ভূমিকা রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই প্রত্যেকের জন্য।
রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের বর্তমান সরকার বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে জনকল্যাণে নিরন্তর কাজ করে চলেছে। আগামীদিনে সবার সম্মিলিত প্রচেষ্টায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে উঠবে বলে তিনি আশা ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ সেবা সমিতির রক্তদান কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং আগামীদিনেও এই ধরণের সমাজ সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
রক্তদান শিবিরে বিধায়ক মীনা রাণী সরকার, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, নিগমের কর্পোরেটরগণ, ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের সন্নাসী ভক্তিপ্রভানন্দ মহারাজ প্রমুখ উপস্থিত ছিলেন। শিবিরে রক্তদাতাদের হাতে স্মারক উপহারও তুলে দেওয়া হয়।