Hare to Whatsapp
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মণিপুরের মুখ্যমন্ত্রীর সাথে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ৬, : মণিপুরের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ৫ মে সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মণিপুরে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যের ছাত্রছাত্রীদের সুরক্ষিত রাখার বিষয়েও মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরে পাঠরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। এদিকে দুপুরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর সাথে টেলিফোনে কথা বলেন। মণিপুরের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সেখানকার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। টেলিফোনে মণিপুরের মুখ্যমন্ত্রী শ্রী সিং রাজ্যের মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করে জানিয়েছেন যে সেখানকার পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী টেলিফোনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আরও জানিয়েছেন, মণিপুরে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীদের নিরাপত্তাসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলিও গুরুত্ব দিয়ে দেখবেন।