রাজ্যের উন্নয়ন, জনগণের অভাব অভিযোগ এবং সমস্যা সমাধানে উদ্যোগ নিতে জেলা প্রশাসনকে নির্দেশ : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ১৭, : প্রত্যেক জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের প্রতিমাসে নিয়ম করে অন্যান্য দপ্তরের জেলাপর্যায়ের আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন ও জনগণের সমস্যা নিরসনে উদ্যোগী হতে হবে। কোথাও কোন ঘাটতি থাকলে উদ্ভুত সমস্যার নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা জেলাশাসক এবং পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন। ১৬ এপ্রিল সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী রাজ্যের ৮ জেলার জেলাশাসক এবং পুলিশ সুপার সহ পদস্থ আধিকারিকদের সঙ্গে রাজ্যের সামগ্রিক উন্নয়নমূলক কাজকর্ম, আইন শৃঙ্খলা ও জনগণের অভাব অভিযোগ সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়ন, জনগণের অভাব অভিযোগ এবং সমস্যাগুলি কিভাবে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেন। বিশেষ করে মাদক পাচারকারী এবং এরসঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং ড্রাগস প্রবণ এলাকাসমূহ চিহ্নিত করার জন্য মুখ্যমন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেন। প্রতিটি জেলার থানা এলাকায় অবৈধ কার্যকলাপের সাথে জড়িতদের তালিকা যথাযথভাবে তৈরি করে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে আরক্ষা প্রশাসনকে নির্দেশ দেন।

আজকের পর্যালোচনা বৈঠকে স্বাস্থ্য, পানীয়জল, শিক্ষা, আইন শৃঙ্খলা, রাস্তাঘাট, মাদক পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার বিষয় সমূহ গুরুত্ব সহ আলোচিত হয়। আগরতলা শহরে পানীয়জল সরবরাহ, ট্রাফিক নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী সভায় গুরুত্বারোপ করেন।

রাজ্য সচিবালয়ে আয়োজিত আজকের এই বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে, মুখ্যমন্ত্রীর সচিব অপূর্ব রায়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন, রাজস্ব দপ্তরের অতিরিক্ত সচিব তমাল মজুমদার, মুখ্যমন্ত্রী সচিবালয়ের অতিরিক্ত সচিব ড. সমিত রায় চৌধুরী, পূর্ত (সড়ক ও সেতু) দপ্তরের চিফ ইঞ্জিনীয়ার রাজীব দেববর্মা, পূর্ত (পানীয়জল ও স্বাস্থ্য বিধান) দপ্তরের চিফ ইঞ্জিনীয়ার রাজীব মজুমদার সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.