Hare to Whatsapp
দেশের সবচেয়ে বড় সম্পদ হলো যুবশক্তি : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ৪, : দেশের সবচেয়ে বড় সম্পদ হলো যুবশক্তি। এই যুবশক্তিকে উন্নত দেশ ও রাজ্য গঠনে কাজে লাগানো প্রয়োজন। পাশাপাশি যুবক যুবতীদের মধ্যে দেশ ও মানুষের জন্য সেবা করার মানসিকতাও গড়ে তুলতে হবে। ৩ মে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য এনএসএস ইউনিট এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত ‘নেশামুক্ত ত্রিপুরা' শীর্ষক সেমিনার ও রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এনএসএসের মাধ্যমেই ছাত্রছাত্রীদের মধ্যে সমাজ সেবার মানসিকতা এবং ভালো মনের ব্যক্তিত্ববোধ তৈরি হয়। ১৯৬৯ সালে মহাত্মা গান্ধীর জন্ম শতবর্ষে দেশে এনএসএস প্রকল্পের সূচনা হয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ১৯৭৬ সালে ৬টি বিদ্যালয়ের ৬০০ জন স্বেচ্ছাসেবী নিয়ে এনএসএস ইউনিট গঠিত হয়। বর্তমানে রাজ্যে এনএসএসের ৩৮৯টি ইউনিটের মোট স্বেচ্ছাসেবী রয়েছেন ৩৪ হাজার ৩০০ জন। এছাড়াও এনএসএস ইউনিটের ৬টি নিজস্ব তহবিল রয়েছে যাতে ৬০০ জন স্বেচ্ছাসেবী যুক্ত রয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কোনও ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে এনএসএসের স্বেচ্ছাসেবীরা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীদিনেও এনএসএসের স্বেচ্ছাসেবীরা এরকম সামাজিক কাজে যুক্ত থাকবেন বলে মুখ্যমন্ত্রী আশাব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী বলেন, সুন্দর সমাজ গঠনেও এনএসএস স্বেচ্ছাসেবীদের দায়িত্ব নিতে হবে। রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গঠনের যে আহ্বান রেখেছে তা বাস্তবায়নেও এনএসএস স্বেচ্ছাসেবীদের অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। পাশাপাশি নেশাকারবারীদের বিরুদ্ধে সবাইকে গর্জে উঠার জন্য সচেতন করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান হলো একটি মহৎ দান, যা সব দানের উর্ধ্বে। যুব সম্প্রদায়কে রক্তদানের মতো কর্মসূচিতে আরও বেশি করে যুক্ত করতে হবে।
অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, যুবক যুবতীদের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তুলে দেশ ও রাজ্যের উন্নতিতে কাজে লাগানো প্রয়োজন। এনএসএস স্বেচ্ছাসেবীদের নেশামুক্ত ত্রিপুরা গঠনে সরকারের পাশে থেকে কাজ করতে হবে। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পগুলি সম্পর্কেও জনগণকে সচেতন করার জন্য এনএসএস স্বেচ্ছাসেবীদের কাজ করতে হবে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ ও এনএসএসের রাজ্য আধিকারিক ড. চিত্রজিৎ ভৌমিক।