Hare to Whatsapp
গণবন্টন ব্যবস্থায় আরও গতি আনতে খাদ্য দপ্তরের আধিকারিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে : খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ৪, : গণবন্টন ব্যবস্থায় আরও গতি আনার জন্য খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের আধিকারিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। ৩ মে উত্তর ত্রিপুরা জেলায় জেলাশাসক ও সমাহর্তা কার্যালয়ে আয়োজিত সংশ্লিষ্ট দপ্তরের এক পর্যালোচনা সভায় এই অভিমত ব্যক্ত করেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। পর্যালোচনা সভায় খাদ্য দপ্তরের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়েছে। পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, গণবন্টন ব্যবস্থাকে আরো শক্তিশালী করার জন্য যে উদ্যোগ সরকার গ্রহণ করেছে তা উত্তর ত্রিপুরা জেলায় যথাযথভাবে রূপায়িত হচ্ছে কিনা তা পর্যালোচনা করা হয়েছে। আসন্ন বর্ষাকালে যাতে খাদ্য সামগ্রীর কোন ঘাটতি না হয়, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্পে খাদ্যসামগ্রী প্রদানে যেন কোন বাধা না আসে, তা নিয়েও পর্যালোচনা করা হয়েছে। পর্যালোচনা বৈঠকে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি, খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর তিনটি মহকুমায় মহকুমা শাসক প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
পরিবহণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী চুরাইবাড়ি চেকপোস্টও পরিদর্শন করেন। পরিদর্শনকালে চুরাইবাড়ি চেকপোস্টে বিভিন্ন বিষয় সরেজমিনে খতিয়ে দেখেন ও পরিবহণ দপ্তরের আধিকারিকদের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দেন। পরে সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, চুরাইবাড়ি চেকপোস্ট সবধরণের কাজকর্ম যথাযথভাবে চলছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখার জন্যই এই পরিদর্শন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়ও আজ চুড়াইবাড়ি চেক পোস্ট পরিদর্শন করেছেন। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ক্ষেত্র পর্যায়ে পরিদর্শনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্থানে সরকারি প্রকল্প ও কর্মসূচির কাজ সঠিকভাবে চলছে কিনা তা খতিয়ে দেখার জন্যই এই পরিদর্শন। পরিদর্শনকালে পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি প্রমুখ উপস্থিত ছিলেন।