Hare to Whatsapp
প্রত্যেকটি উৎসবের সাথে জড়িয়ে আছে মাটির সুর : প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, এপ্রিল ২৯, : বৈশাখ মাস হচ্ছে বাংলা বছরের প্রথম মাস। বর্ষবরণ উৎসবের মধ্য দিয়ে সারা বছরের জন্য শুভ কামনা করা হয়। আমাদের প্রত্যেকটি উৎসবের সাথে জড়িয়ে আছে মাটির সুর। ২৮ এপ্রিল চড়িলাম লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে বর্ষবরণ উৎসবের উদ্বোধন করে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন। সিপাহীজলা জিলা পরিষদ ও চড়িলাম ব্লকের সহযোগিতায় এই বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়। বর্ষবরণ উৎসবের উদ্বোধন করে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শ্রীদেববর্মা আরও বলেন, আমাদের কৃষ্টি সংস্কৃতির অঙ্গ বর্ষবরণ উৎসব। এই উৎসবের সাথে জড়িয়ে আছে প্রকৃতি ও কৃষি।
অনুষ্ঠানে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আরও বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের দেশের চিরন্তন ঐতিহ্য। বর্ণময় সাংস্কৃতিক বৈচিত্র্যের এই দেশের সামগ্রিক বিকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলিষ্ঠ ভূমিকা নিয়ে কাজ করছেন। দেশের এই অগ্রগতির কথা জানতে হলে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনতে হবে। মন কি বাত কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়। দেশের অগ্রগতি, মানুষের জীবনযাত্রার পরিবর্তন ও আত্মনির্ভর ভারত গড়ে তুলতে নব প্রজন্মের উদ্যোগীদের কথা প্রধানমন্ত্রী মন কি বাতে তুলে ধরেন। যা মানুষকে প্রেরণা দেয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জিলা পরিষদের সদস্য কাকলি দেব, চড়িলাম পঞ্চায়েত সমিতির সদস্য রাজকুমার দেবনাথ, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জে ভি দোয়াতি, চড়িলাম ব্লকের বিডিও রূপণ দাস প্রমুখ। সভাপতিত্ব করেন চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাখী দাস কর। বর্ষবরণ উৎসব উপলক্ষে ব্লকের বিভিন্ন এলাকার শিল্পীগণ নৃত্য ও সংগীত পরিবেশন করেন।