Share Whatsapp

শ্রেষ্ঠ জেলার পুরস্কার পাচ্ছে সিপাহীজলা ও দক্ষিণ ত্রিপুরা জেলা

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ২৮, : সিভিল সার্ভিস ডে ২০২৩ উপলক্ষে চিফ মিনিস্টার্স সিভিল সার্ভিস পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। এবছর বিশেষ পারদর্শিতার জন্য সরকারি দপ্তর, জেলা, ব্লক, গ্যাজেটেড অফিসার ও নন গ্যাজেটেড অফিসার ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। সেরা পারফরমেন্সের জন্য দপ্তর, জেলা ও ব্লকগুলিকে শংসাপত্র ও স্মারক দেওয়া হবে। গ্যাজেটেড অফিসার ও নন গ্যাজেটেড অফিসার ক্যাটাগরিতে কর্মরতদের শংসাপত্র এবং ২৫ হাজার ও ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে ।

এবছর দপ্তরগুলির মধ্যে সেরা পুরস্কার পাচ্ছে গ্রামোন্নয়ন দপ্তরের ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন। মহিলা স্বসহায়ক দলগুলিকে ঋণ প্রদানের মাধ্যমে মহিলাদের স্বশক্তিকরণে বিশেষ ভূমিকার জন্য তাদের সেরা দপ্তরের পুরস্কার দেওয়া হচ্ছে। দপ্তরের ক্ষেত্রে যুগ্মভাবে দ্বিতীয় পুরস্কার পাচ্ছে শিক্ষা দপ্তর ও তথ্য প্রযুক্তি দপ্তর। বিদ্যাজ্যোতি স্কুলের মতো প্রকল্প রূপায়ণে বিশেষ ভূমিকা নেওয়ায় শিক্ষা (বিদ্যালয়) দপ্তর, ত্রিপুরায় বেনিফিসিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস) রূপায়ণে অগ্রণী ভূমিকা নেওয়ায় তথ্য প্রযুক্তি দপ্তর এই পুরস্কার পাচ্ছে। তৃতীয় সেরা দপ্তরের পুরস্কার পাচ্ছে বন দপ্তর। পরিবেশগত নিরাপত্তা রক্ষায় বিশেষ ভূমিকার জন্য বন দপ্তর এই পুরস্কার পাচ্ছে। এমজিএন রেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ, স্বচ্ছ ভারত মিশন, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের মতো কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে এবং পঞ্চায়েত স্তরে বিভিন্ন প্রকল্প রূপায়ণে বিশেষ ভূমিকা নেওয়ার জন্য সিপাহীজলা জেলা ও দক্ষিণ ত্রিপুরা জেলাকে যৌথভাবে শ্রেষ্ঠ জেলা এবং ঊনকোটি জেলাকে দ্বিতীয় শ্রেষ্ঠ জেলার পুরস্কার দেওয়া হচ্ছে। ব্লকগুলির ক্ষেত্রে ঋষ্যমুখ ব্লক, তেপানিয়া ব্লক ও আমবাসা ব্লককে এবছর সেরা তিনটি ব্লকের পুরস্কার দেওয়া হচ্ছে।

শিশু ও কিশোরীদের জন্য তৈরি দিয়াবাতি প্রকল্প রূপায়ণে বিশেষ ভূমিকা নেওয়ার জন্য সিপাহীজলা জেলার তৎকালীন জেলাশাসক ও সমাহর্তা বিশ্বশ্রী বি এবং সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার ড. চন্দ্রানি বিশ্বাস যুগ্মভাবে শ্রেষ্ঠ গ্যাজেটেড অফিসারের পুরস্কার পাচ্ছেন। তাছাড়া এমজিএন রেগা প্রকল্পের অর্থ যথাযথ রূপায়ণে বিশেষ ভূমিকা নেওয়ার জন্য ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর (জেলাশাসক ধলাই জেলা) গোভেকার ময়ূর রতিলাল এবং ধলাই জেলায় শিশু ও মায়ের যত্নের বিষয়ে অন্যান্য দপ্তরগুলির সঙ্গে সমন্বয়ে বিশেষ ভূমিকা নেওয়ার জন্য ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. চিতন দেববর্মা এবং টিসিএস আধিকারিক তথা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ধলাই জেলার শাখা আধিকারিক গিদন মলসম এবছর চিফ মিনিস্টার্স সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড পাচ্ছেন। নেশামুক্তি অভিযানে বিশেষ ভূমিকা নেওয়ার জন্য পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) প্রিয়া মাধুরী মজুমদারও এবছর এই পুরস্কার পাচ্ছেন।

এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ দক্ষতা দেখানোয় আরও তিনজন গ্যাজেটেড অফিসার এবছর এই পুরস্কার পাচ্ছেন। এমজিএন রেগায় গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ ভূমিকা নেওয়ায় উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি ও শকুন, বন্য হাতি সংরক্ষণে বিশেষ ভূমিকা নেওয়ায় ডিএফও খোয়াই ড. নিরজ কুমার চঞ্চল এবং বিভিন্ন সময়ে নিজ ক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ায় পরিকল্পনা দপ্তরের উপঅধিকর্তা নন্দুকুমার পানিক্কর এবছরের চিফ মিনিস্টার্স সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড পাচ্ছেন।

নন গ্যাজেটেড ক্যাটাগরিতে কর্মরত যে সমস্ত কর্মচারি এবছর চিফ মিনিস্টার্স সিভিল সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন তারা হচ্ছেন রাজস্ব দপ্তরের ইউডিসি বিদ্যুৎ হোসেন, চড়িলাম ব্লকের রংমালা এডিসি ভিলেজের ভিলেজ সেক্রেটারি বিজয় দেববর্মা এবং কাঁঠালিয়া ব্লকের ফিসারি অ্যাসিস্টেন্ট সুপ্রভা দে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.