Hare to Whatsapp
রাজ্যের অর্থনৈতিক বিকাশে কৃষিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, এপ্রিল ২৮, : রাজ্যের অর্থনৈতিক বিকাশে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিষয়গুলিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের মূল লক্ষ্য আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলা। খাদ্যশস্য উৎপাদনে স্বয়ম্ভর হতে না পারলে সরকারের এই প্রচেষ্টা সফল হবে না। ২৭ এপ্রিল পানিসাগর মহকুমার বিলথৈ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ঊনকোটি ও উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক খারিফ অভিযান ২০২৩-এর সূচনা করে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরও বলেন, রাজ্যের মোট জিএসডিপির ৪৩ শতাংশ আসে কৃষিক্ষেত্র থেকে। তাই রাজ্য সরকার কৃষির বিকাশ ও কৃষকের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। তিনি বলেন, রাজ্যের প্রতিটি জেলা খাদ্যশস্য উৎপাদনে স্বয়ম্ভর হতে পারলে ত্রিপুরাকে আত্মনির্ভর রাজ্য হিসেবে গড়ে তোলা সক্ষম হবে।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের আয় বৃদ্ধি করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়িত হচ্ছে। এই সমস্ত প্রকল্পের সুযোগ প্রান্তিক এলাকার কৃষকদের কাছে পৌছে দেওয়া হচ্ছে। এতে কৃষকদের আয় বেড়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, বিধায়ক যাদবলাল নাথ, কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ড. ফণীভূষণ জমাতিয়া, উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা বিপ্লব দাস।