Share Whatsapp

নীহারিকার নতুন নজির

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ২৩, : ফের নতুন নজির সৃষ্টি করলো ত্রিপুরার শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা নীহারিকা। তবে এবার তাদের কীর্তিটি বই প্রকাশনার নয়। এবার তারা মানবতার ডাকে সাড়া দিয়ে গত ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ওআরএস মিশ্রিত বিশুদ্ধ জল পান করালো ক্লান্ত, তৃষ্ণার্ত প্রায় দেড় হাজার পথচারীকে। গত দিন পনেরো ধরে গোটা রাজ্য যখন তীব্র দাবদাহে জ্বলছে, হাঁসফাঁস গরমে কষ্ট পাচ্ছেন সব অংশের মানুষ তখন নীহারিকার এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাদের এই কর্মকাণ্ডের কথা রীতিমত ভাইরাল হয়ে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। কোনো রাজনৈতিক বা সামাজিক সংস্থা না হয়েও নীহারিকার এই উদ্যোগটির প্রশংসা করেছেন অনেক মানুষ। নীহারিকা প্রকাশনীর এই অভিনব উদ্যোগটি সম্পর্কে জিজ্ঞেস করা হলে এর স্বত্তাধিকারী এবং প্রকাশক তীর্থঙ্কর দাস জানান, গত ১০ বছর ধরে নীহারিকা ত্রিপুরার প্রকাশনা জগত এবং সাহিত্য নিয়ে প্রচুর কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কাজও করে চলেছে। এরই ধারাবাহিকতায় এবারের এই তীব্র দাবদাহের সময়ে নীহারিকা তার ক্ষুদ্র সামর্থ অনুযায়ী জলসত্রের উদ্যোগটি গ্রহণ করেছে। গত ১৮ এপ্রিল রাতে আমরা এটি করার সিদ্ধান্ত নিই। প্রাথমিকভাবে ১ দিন ১ ঘন্টা পথচলতি মানুষকে ওআরএস মিশ্রিত বিশুদ্ধ জল পান করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু নীহারিকার লেখক, পাঠক এবং শুভানুধ্যায়ীরা এই খবর জানার পর স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। মূলত তাদের আর্থক এবং নৈতিক সমর্থনের কারণেই ১ দিনের পরিবর্তে টানা ৫ দিন জলসত্র পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়। এই ৫ দিনে প্রতিদিন গড়ে প্রায় ৩০০ জনকে পথচারীকে আমরা ওআরএস মিশ্রিত বিশুদ্ধ জল পান করাতে পেরেছি। সাথে ছিল চকলেট। এই কাজটি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা চাই, এভাবেই মানুষের প্রতিটি সংকটে আরও অনেক অনেক মানুষ এগিয়ে আসুন। ১৫০০ জন পথচারীকে জল পান করানো একটি প্রতীকী উদ্যোগ মাত্র। এর মাধ্যমে আসলে আমরা ‘মানুষ মানুষের জন্য’ এই বার্তাটিই ছড়িয়ে দিতে চেয়েছি।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.