Hare to Whatsapp
রাজ্য সরকার প্রকৃতপক্ষে সাংবাদিক বান্ধব সরকার : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, এপ্রিল ২১, : রাজ্য সরকার প্রকৃতপক্ষে সাংবাদিক বান্ধব সরকার। সংবাদমাধ্যম ও সাংবাদিকদের কল্যাণে রাজ্য সরকার ইতিমধ্যেই বহুবিধ উদ্যোগ জারি রেখেছে। রাজ্য সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসি। ২০ এপ্রিল সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং হলে আগরতলা টিভি চ্যানেলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমের প্রভাবিত হওয়ার সম্ভাবনাই বেশী। নিরপেক্ষ শব্দটি অত্যন্ত কঠিন। তিনি বলেন, প্রভাবিত না হয়ে সত্যনিষ্ঠ সংবাদ উপস্থাপন করা কঠিন হলেও বাঞ্ছনীয়। মুখ্যমন্ত্রী বলেন, নতুন এই টিভি চ্যানেলটি চালু হওয়ার মধ্য দিয়ে রাজ্যের সংবাদ জগতে একটি নতুন পালক যুক্ত হল। তিনি বলেন, এর মধ্যমে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হল। অদম্য ইচ্ছা থাকলে অনেক কিছুই সম্ভব তা করে দেখালেন আগরতলা টিভি পরিচালকবৃন্দ। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় প্রতিভার অভাব নেই। রাজ্যের টিভি চ্যানেলের সংবাদ পাঠক পাঠিকাদের সংবাদ পরিবেশনার মান বর্হিরাজ্যের তুলনায় কোন অংশে কম নয়। তিনি বলেন, এমন কাজ করা উচিত যাতে মানুষ বর্তমান হয়ে ইতিহাস হয়ে থাকে। তিনি এই চ্যানেলের সার্বিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন, রাজ্যের গণতন্ত্ৰ সুদৃঢ় বলেই নতুন নতুন চ্যানেল চালু হচ্ছে। স্বাধীনভাবে সংবাদমাধ্যম কাজ করতে পারছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য তিনি সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান। যাতে সংবাদমাধ্যম বিশ্বাসযোগ্যতা তৈরী করতে পারে। এর ফলে সংবাদমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়বে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রিমোট টিপে আনুষ্ঠানিকভাবে নতুন এই চ্যানেলটির সম্প্রচারের সূচনা করেন। এর আগে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন আগরতলা টিভি চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর ডা. অচিন্ত ভট্টাচার্য। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন অপর ম্যানেজিং ডিরেক্টর আশীষ সেন।