Hare to Whatsapp
আমাদের রাজ্যে বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে আছে জাতি জনজাতি অংশের মানুষের ঐক্য : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, এপ্রিল ১৭, : আমাদের রাজ্যে বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে আছে জাতি জনজাতি অংশের মানুষের ঐক্য। এই সময়ে রাজ্যের নানা জায়গায় জাতি জনজাতি অংশের মানুষ বর্ষবরণকে নিজ নিজ রীতিনীতি অনুসারে পালন করে থাকেন। এই সমস্ত উৎসবে মানুষে মানুষে মেলবন্ধন ঘটে। এই মেলবন্ধনই হচ্ছে আমাদের রাজ্যের ঐতিহ্য। ১৬ এপ্রিল সন্ধ্যায় বিশালগড় টাউনহলে বর্ষবরণ উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজন্য আমল থেকেই এই পরম্পরা ও ঐতিহ্য বহন করে আসছে রাজ্যের শান্তিপ্রিয় জাতি জনজাতি অংশের মানুষ। রাজ্যের এই ঐক্য যে কোনও মূল্যে রক্ষা করতে হবে।
উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আরও বলেন, জাতি জনজাতি অংশের মানুষের ঐক্যকে চক্রান্ত করে ফাটল ধরাবার একটা অপপ্রয়াস চলছে। রাজ্যের জাতি জনজাতি অংশের মানুষদের মিলেমিশে তা প্রতিহত করতে হবে। রাজ্য সরকার যে কোনও মূল্যে রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। শান্তি সম্প্রীতির পাশাপাশি সরকার রাজ্যকে নেশামুক্ত করার প্রয়াসও চালাচ্ছে।
বর্ষবরণ উৎসব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন বিধায়ক সুশান্ত দেব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় পুরপরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, সিপাহীজলা জেলার জেলাশাসক বিশাল কুমার প্রমুখ। সভাপতিত্ব করেন বর্ষবরণ উদযাপন কমিটির চেয়ারম্যান জিতেন্দ্র চন্দ্র সাহা। বর্ষবরণ উৎসব উপলক্ষে মঞ্চে তথ্য ও সংস্কৃতি দপ্তর সহ রাজ্যের নানা প্রান্তের শিল্পীগণ নানা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। উল্লেখ্য, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বিশালগড় পুরপরিষদের সহযোগিতায় বিশালগড় বর্ষবরণ উৎসব কমিটি এই বর্ষবরণ উৎসবের আয়োজন করে।