Hare to Whatsapp
উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ড. বি আর আম্বেদকরের মূর্তিতে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য অর্পণ
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, এপ্রিল ১৫, : তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ১৪ এপ্রিল সকালে ভারতরত্ন ড. বি আর আম্বেদকরের ১৩৩তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এ উপলক্ষে উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ড. বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। প্রথমেই মাল্যদান করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। তারপর একে একে ড. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, প্রাক্তন অধ্যক্ষ রেবতীমোহন দাস, প্রাক্তন বিধায়ক ডা. দিলীপ দাস, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা, অধিকর্তা সন্তোষ দাস প্রমুখ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভারতরত্ন ড. বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী আজ সারা দেশব্যাপী উদযাপিত হচ্ছে। ড. বি আর আম্বেদকরের জীবনের সর্বাধিক ভাগ সমাজের পশ্চাদপদ অংশের মানুষের অধিকারের জন্য লড়াই করে কেটেছে। পরবর্তী সময় ড. বি আর আম্বেদকর একাধারে আইনবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও সমাজসংস্কারক হিসেবে নিজেকে প্ৰতিষ্ঠিত করেন। ভারতের সংবিধান রচনাকালে তিনি ছিলেন সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান। মুখ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতরত্ন ড. বি আর আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জন্মদিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছেন। এজন্য প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আগরতলা শচীন দেববর্মণ স্মৃতি সংগীত মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।