Hare to Whatsapp
ড. বি আর আম্বেদকরের দেখানো পথে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, এপ্রিল ১৫, : ভারতরত্ন ও সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকর কেবল একজন ব্যক্তি নয়। তিনি একটি প্রতিষ্ঠান। আগামীদিনে ড. বি আর আম্বেদকরের দেখানো পথে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। ১৪ এপ্রিল আগরতলায় ত্রিপুরা বিধানসভা প্রাঙ্গনে ড. বি আর আম্বেদকরের মর্মর মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, রাজ্যে বিভিন্ন কর্মসচির মধ্য দিয়ে আজ যথাযোগ্য মর্যাদায় ভারতরত্ন ড. বি আর আম্বেদকরের ১৩৩তম জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। তাঁর প্রতি সম্মান জানাতেই ত্রিপুরা বিধানসভা প্রাঙ্গনে এই মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, মাটি থেকে বেদি সহ প্রায় ১৮ ফুট উচ্চতা সম্পন্ন এই মূর্তি স্থাপনের জন্য প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় হবে। ড. বি আর আম্বেদকরের কর্মজীবনী ও ভারতের সংবিধানের তাৎপর্য ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, সরকার সহ সকলেই এই সংবিধানকে সামনে রেখে সমস্ত কাজ করে থাকে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পয়লা বৈশাখ ও নববর্ষ উপলক্ষে সকল রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জাতি জনজাতিদের ঐতিহ্যময় কৃষ্টি ও সংস্কৃতিতে সমৃদ্ধ আমাদের রাজ্যে ভিন্ন ভিন্ন নামে জাতি জনজাতিরা এই দিনটি পালন করে থাকেন। সকলের একটাই উদ্দেশ্য পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানো। পয়লা বৈশাখ ও নববর্ষ উপলক্ষে মুখ্যমন্ত্রী সকলের সু-স্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার সরকারের দৃঢ় প্রত্যয়ের কথাও তিনি ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামীদিনে আলোচনার মাধ্যমে যে কোনও সমস্যার সমাধানে রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আনুষ্ঠানে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধানসভার সরকারি মুখ্য সচেতক বিধায়ক কল্যানী রায়, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা ও অধিকর্তা সন্তোষ দাস উপস্থিত ছিলেন।