Hare to Whatsapp
সরকার রাজ্যে খেলাধূলার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে : ক্রীড়ামন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, এপ্রিল ৮, : কুমারঘাট পূর্ত ময়দানে ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী রাজ্যভিত্তিক কৃষ্ণ চন্দ্ৰ সাহা মেমোরিয়াল ভলিবল প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবারের রাজ্য আসরে ৪৪তম পুরুষ ও ৩৫তম মহিলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে ১৮টি দল অংশ নিয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, সরকার রাজ্যে খেলাধূলার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকার চায় দেশের ক্রীড়া জগতে রাজ্যের নাম উজ্জ্বল করতে। রাজ্যের মুখ্যমন্ত্রীও এজন্য উৎসাহ দিচ্ছেন। ক্রীড়ামন্ত্রী বলেন, আমাদের রাজ্যের গর্ব পদ্মশ্রী দীপা কর্মকার, পদ্মশ্রী সোমদেব দেববর্মণ ও আর্শিয়া দাস শুধু দেশের নয় বিদেশেও রাজ্যের নাম উজ্জ্বল করেছে। তিনি বলেন, আগামী দিনে খেলার মাঠ নেশামুক্ত ত্রিপুরা ও শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনে ভূমিকা নিতে সক্ষম হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক ভগবান চন্দ্ৰ দাস। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের সচিব চন্দন সেন। সভাপতিত্ব করেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপত অমলেন্দু দাস। উপস্থিত ছিলেন সমাজসেবী পবিত্র দেবনাথ ও ইয়ুথ প্রোগ্রাম অফিসার অর্জুন কুমার দেবনাথ। উদ্বোধনী দিনে মহিলা বিভাগে পশ্চিম ত্রিপুরা জেলা ও দক্ষিণ ত্রিপুরা জেলা প্রতিদ্বন্দিতা করছে।